Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ হামলায় মারিওপোলের ৯০ শতাংশ ভবন ধ্বংস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১০:১৮ এএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ শহর মারিওপোলের কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনীর প্রতিদিনের বোমাবর্ষণ ও হামলায় শহরের ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ইউক্রেনের এক সংসদ সদস্য লেসিয়া ভ্যাসিলেনকো টুইটারে লিখেছেন, মারিওপোল শহরটিকে আকাশ থেকে ধ্বংস করা হচ্ছে। একইসঙ্গে ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন আরোপ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিন মারিওপোল শহরের একটি থিয়েটারে হামলা চালায় রুশ বাহিনী। এই হামলায় প্রাণে বেঁচে যাওয়া নাগরিকদের উদ্ধারে কাজ করছে মারিওপোল শহরের উদ্ধারকারী দলগুলো। এরই মধ্যে মারিওপোলের ৯০ শতাংশ ভবন রুশ হামলায় ধ্বংস হয়ে যাওয়ার খবরটি প্রকাশ্যে এলো।

নগর কর্তৃপক্ষ বলছে, মারিউপোলে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে এই সংখ্যাও কম বলে দাবি নগর কর্তৃপক্ষের।

এদিকে ইউক্রেনীয় গণমাধ্যম বলছে, হামলার পরও মারিওপোলে গোলাগুলি অব্যাহত রেখেছে রুশ বাহিনী। পুরো শহজুড়েই ভারী গোলাবর্ষণ করা হচ্ছে। এর মধ্যেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : বিবিসি



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৮ মার্চ, ২০২২, ১:২০ পিএম says : 0
    10%থাকলে সেখানে ইউরোপীয় এবং আমেরিকার সন্ত্রাসী গুলি ঘাঁটি বানাবে,রাশিয়া কে খেয়াল করতে হবে ইউক্রেনের ভিতরে কোন রাস্তা দিয়ে ইউরোপের এবং আমেরিকার অস্রে আসে,ঐ পথ গুলি রাশিয়া যদি খেয়াল না করে,রাশিয়া বিপদের মুখে পড়বে,রাশিয়ার উচিত ঐ অস্রে যে রাস্তায় আসে সেখানে হামলা করে ঐ অস্রগুলি ধ্বংস করে দেওয়া,রাশিয়ার কাছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ,আর রাশিয়া ইউক্রেনের জনগণ কে বলতে হবে তোমরা আপাতত তোমাদের দেশ থেকে কিছু দিনের জন্য অন্য জায়গায় চলে যাও,রাশিয়া কে অবশ্যই বলতে হবে এবং তিন অথবা চার অথবা পাঁচ দিন সময় দিতে হবে,এর মধ্যে যদি না যায়,পরবর্তীতে কেউ হতাহত হবে সেই জন্য রাশিয়া দায়ী হবে না,এর পর যদি জেলেনসকি দাবি না মানে যুদ্ধ করে দখল করবে,জন গন হতাহত হবে না,তবে জরুরি খেয়াল দুশমনদের এরা বর্ডার দিয়ে অথবা চোরা রাস্তায় অস্র পাঠাইবে,সারা পৃথিবীর মানচিত্র বদলী করতে হবে ,কেউ খাবে কেউ মরে যাচ্ছে,আবার কেউ জনসংখ্যা নেই,তাহারা খনিজ সম্পদ দখল করে আছে,এরা মানচিত্রের কথা বলে আজীবন সুখে থাকবে,গরিব দেশ গুলি কে গৃনা ভাবে দেখে এবং খেয়াল করে না ,এই জন্যই পৃথিবীর মানব জাতির অধিকারের জন্য পৃথিবীতে পৃথিবীর মানচিত্র প্রতি একশত বসর পর পর ভাগ করে নতুন মানচিত্র করা পয়োজন,সংবিধান আইন এবং যদি পৃথিবীতে বদলী হতে পারে মানচিত্র হবে না কি জন্য এখন রাশিয়ার যুদ্ধের ভিতরে সারা বিশ্ব কে সেই পদক্ষেপ নিতে হবে,বিশেষ করে গরিব দেশগুলি এই বেপারে সংগ্রাম করতে হবে,এবঃ পৃথিবীর গরিব লোকদের এক হওয়া জরুরি,আবার কিছু সারথপর কোটি পতিরা এবং রাষ্ট্র প্রধানেরা এই বেপারে হাঁসি ঠাট্টা করবেন,এবং অবশ্যই বলবেন এই কলম টি যে লিখিয়াছে সে হয় পাগল হবে অন্যথায় বোকা,কিন্তু আসলেই বিষয় টি সিদ্ধান্ত নেওয়ার সময় এখন,বিশেষ করে যে সমস্ত দেশে লোক সংখ্যা নেই আর যে সমস্ত দেশে লোক সংখ্যা বেশি আছে,এখন সেই সময় সমান ভাবে পৃথিবীর জনসংখ্যা সমান সমান করে দেওয়া,কে সব দখল করে খাবে,যাদের দেশে লোক সংখ্যা বেশি তাহারা ঐ দেশ গুলিতে কাজ করে ও খাইতে পারবে না এবং যেতে পারবে না,সেটি কি করে হবে সবাই মানব জাতি মানবজাতির অধিকার পৃথিবীর সব জায়গায় থাকতে হবে,মানচিত্র বদলী করা একান্ত পয়োজন???
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৮ মার্চ, ২০২২, ৪:৫৬ পিএম says : 0
    10%থাকলে সেখানে ইউরোপীয় এবং আমেরিকার সন্ত্রাসী গুলি ঘাঁটি বানাবে,রাশিয়া কে খেয়াল করতে হবে ইউক্রেনের ভিতরে কোন রাস্তা দিয়ে ইউরোপের এবং আমেরিকার অস্রে আসে,ঐ পথ গুলি রাশিয়া যদি খেয়াল না করে,রাশিয়া বিপদের মুখে পড়বে,রাশিয়ার উচিত ঐ অস্রে যে রাস্তায় আসে সেখানে হামলা করে ঐ অস্রগুলি ধ্বংস করে দেওয়া,রাশিয়ার কাছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ,আর রাশিয়া ইউক্রেনের জনগণ কে বলতে হবে তোমরা আপাতত তোমাদের দেশ থেকে কিছু দিনের জন্য অন্য জায়গায় চলে যাও,রাশিয়া কে অবশ্যই বলতে হবে এবং তিন অথবা চার অথবা পাঁচ দিন সময় দিতে হবে,এর মধ্যে যদি না যায়,পরবর্তীতে কেউ হতাহত হবে সেই জন্য রাশিয়া দায়ী হবে না,এর পর যদি জেলেনসকি দাবি না মানে যুদ্ধ করে দখল করবে,জন গন হতাহত হবে না,তবে জরুরি খেয়াল দুশমনদের এরা বর্ডার দিয়ে অথবা চোরা রাস্তায় অস্র পাঠাইবে,সারা পৃথিবীর মানচিত্র বদলী করতে হবে ,কেউ খাবে কেউ মরে যাচ্ছে,আবার কেউ জনসংখ্যা নেই,তাহারা খনিজ সম্পদ দখল করে আছে,এরা মানচিত্রের কথা বলে আজীবন সুখে থাকবে,গরিব দেশ গুলি কে গৃনা ভাবে দেখে এবং খেয়াল করে না ,এই জন্যই পৃথিবীর মানব জাতির অধিকারের জন্য পৃথিবীতে পৃথিবীর মানচিত্র প্রতি একশত বসর পর পর ভাগ করে নতুন মানচিত্র করা পয়োজন,সংবিধান আইন এবং যদি পৃথিবীতে বদলী হতে পারে মানচিত্র হবে না কি জন্য এখন রাশিয়ার যুদ্ধের ভিতরে সারা বিশ্ব কে সেই পদক্ষেপ নিতে হবে,বিশেষ করে গরিব দেশগুলি এই বেপারে সংগ্রাম করতে হবে,এবঃ পৃথিবীর গরিব লোকদের এক হওয়া জরুরি,আবার কিছু সারথপর কোটি পতিরা এবং রাষ্ট্র প্রধানেরা এই বেপারে হাঁসি ঠাট্টা করবেন,এবং অবশ্যই বলবেন এই কলম টি যে লিখিয়াছে সে হয় পাগল হবে অন্যথায় বোকা,কিন্তু আসলেই বিষয় টি সিদ্ধান্ত নেওয়ার সময় এখন,বিশেষ করে যে সমস্ত দেশে লোক সংখ্যা নেই আর যে সমস্ত দেশে লোক সংখ্যা বেশি আছে,এখন সেই সময় সমান ভাবে পৃথিবীর জনসংখ্যা সমান সমান করে দেওয়া,কে সব দখল করে খাবে,যাদের দেশে লোক সংখ্যা বেশি তাহারা ঐ দেশ গুলিতে কাজ করে ও খাইতে পারবে না এবং যেতে পারবে না,সেটি কি করে হবে সবাই মানব জাতি মানবজাতির অধিকার পৃথিবীর সব জায়গায় থাকতে হবে,মানচিত্র বদলী করা একান্ত পয়োজন???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ