মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বজুড়ে পশ্চিমা দেশগুলোর আধিপত্য শেষ হতে চলেছে বলে বক্তব্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও শক্তিশালী করে তুলবে। টেলিভিশনে প্রচারিত এক সরকারি বৈঠকে রাজধানী মস্কো থেকে এসব কথা বলেন পুতিন। এতে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ইউক্রেনের চলমান অভিযান পরিকল্পনা মাফিক চলছে। পুতিন অভিযোগ করেন, ইউক্রেনের সঙ্গে সংঘাতকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে এসব অবরোধ আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। কারণ, তারা শক্তিশালী ও সার্বভৌম রাশিয়া দেখতে চায় না। এ খবর দিয়েছে বৃটিশ গণমাধ্যম ডেইলি মেইল। খবরে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার ওই অভিযানকে আবারও বৈধ করার চেষ্টা করেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনকে ‘নাৎসিমুক্ত’ করতেই এই অভিযান চালিয়েছে রাশিয়া এবং দেশটির সংখ্যালঘুদের উপর গণহত্যা ঠেকিয়েছে এ যুদ্ধ। পুতিন বলেন, যুদ্ধের আগে যে পরিকল্পনা করা হয়েছিল সেভাবেই পরিচালিত হচ্ছে এ যুদ্ধ। পশ্চিমারা রুশ নাগরিকদের মধ্যে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে বলেও হুঁশিয়ার করেন প্রেসিডেন্ট। পশ্চিমা নিষেধাজ্ঞায় যে মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়বে তা সম্পর্কে পুতিন অবগত আছেন বলেও জানান। তবে তিনি প্রতিশ্রæতি দিয়েছেন, যেসব পরিবারে শিশু রয়েছে তাদেরকে সংকট কাটিয়ে উঠতে সহায়তা দেয়া হবে। সামনে রাশিয়ার অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন আসছে বলেও জানান রাশিয়ার প্রেসিডেন্ট। অপর এক খবরে বলা হয়, বিশ্বাসঘাতকদের আলাদা করতে রাশিয়ায় ‘শুদ্ধি অভিযান’ পরিচালনার কথা বললেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেন, এই বিশ্বাসঘাতকদের দূর করতে সমাজের মধ্যে একটি শুদ্ধি অভিযানের দরকার রয়েছে। টুইটারে প্রকাশিত এক ভিডিওতে পুতিনকে এসব কথা বলতে শোনা যায়। এতে তিনি অভিযোগ করেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে এবং রুশদের মধ্যে বিদ্রোহ গড়ে তুলছে। এ খবর দিয়েছে বিজনেস ইনসাইডার। যারা ইউক্রেনে যুদ্ধে ক্রেমলিনকে সমর্থন দেয়নি তাদের বিষয়ে পুতিন বলেন, যে কেউ সত্যিকারের দেশপ্রেমিকদের থেকে এই বিশ্বাসঘাতকদের আলাদা করতে সক্ষম। আমি নিশ্চিত যে সমাজের এই প্রয়োজনীয় এবং সহজাত শুদ্ধি কার্যক্রম আমাদের দেশকে, আমাদের ভ্রাতৃত্বকে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। পুতিন আরও বলেন, আমি তাদেরকে বিশ্বাসঘাতক বলছি না যারা মিয়ামি কিংবা ফ্রেঞ্চ রিভেরাতে ভিলা বানিয়েছেন। যারা লিঙ্গভিত্তিক অধিকারের পক্ষে রয়েছেন তাদের কথাও আমি বলছি না। যতদিন তারা মানসিকভাবে রাশিয়ার সঙ্গে আছেন ততদিন তারা বিশ্বাসঘাতক নন। কিন্তু যারা মানসিক ও সহজাতভাবে রুশদের মতো না হয়ে অন্য দেশীয়দের মতো থাকতে তারা আমাদের অংশ নয়, রাশিয়ার অংশ নয়। ডেইলি মেইল, বিজনেস ইনসাইডার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।