মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মারিউপলে একটি প্রেক্ষাগৃহে রাশিয়া বোমাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন।
ইউক্রেনের অভিযোগ, মারিউপলে একটি থিয়েটারে বোমাবর্ষণ করেছে রাশিয়ার বোমারু বিমান। ওই থিয়েটার হলে প্রায় এক হাজার দুইশ মানুষ আশ্রয় নিয়েছিলেন বলে ইউক্রেনের দাবি। যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধ্বংসস্তূপ পর্যন্ত এখনো কোনো সংবাদমাধ্যমের প্রতিনিধি বা প্রশাসনের প্রতিনিধি পৌঁছাতেই পারেননি। রাশিয়া সেখানে লাগাতার বোমাবর্ষণ করছে বলে অভিযোগ।
ঘটনার পর মারিউপলের সিটি কাউন্সিল একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, থিয়েটারটি থেকে ধোঁয়া বের হচ্ছে। একটি অংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। সিটি কাউন্সিল দাবি করেছে, ওই প্রেক্ষাগৃহে বেশিরভাগ আশ্রয়প্রার্থী ছিলেন বয়স্ক এবং শিশু। তাদের খবর এখনো নেওয়া সম্ভব হয়নি। রাশিয়া ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে বলে ইউক্রেনের অভিযোগ।
মারিউপলের ঘটনার পরেই ইউরোপের একাধিক দেশ জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে। যুক্তরাজ্য, অ্যামেরিকা, ফ্রান্স, নরওয়ে, আয়ারল্যান্ড এবং অ্যালবেনিয়া পৃথকভাবে নিরাপত্তা পরিষদের বৈঠকের দাবি জানিয়েছিল। বৃহস্পতিবার তাদের বৈঠকে হওয়ার কথা। যুক্তরাজ্য জানিয়েছে, রাশিয়া যুদ্ধাপরাধ করছে।
ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের একটি মামলা চালু করেছে। সম্প্রতি ইউক্রেনে কাজ করতে গিয়ে গোলায় নিহত হয়েছেন ফক্স নিউজের এক চিত্রগ্রাহক। তিনি ফরাসি বশোদ্ভূত। সে কারণেই ফ্রান্স স্বতঃপ্রণোদিত হয়ে তার মৃত্যুকে সামনে রেখে মামলা শুরু করেছে। রাশিয়ার বিরুদ্ধে সেখানে সরাসরি যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছে।
ইউক্রেন দাবি করেছে, ওই হামলায় বহু মানুষের মৃত্যু হতে পারে বলে তারা আশঙ্কা করছে। এর আগে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের একটি হাসপাতালে বোমাবর্ষণের অভিযোগ উঠেছিল। রাশিয়া ধ্বংস করেছিল একটি চার্চ এবং টাওয়ার। ইউক্রেনের দাবি, শুধুমাত্র মারিউপলেই এখনো পর্যন্ত অন্তত দুই হাজার ৪০০ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ার অভিযানে। এখনো সেখানে প্রায় তিন লাখ মানুষ আটকে আছেন বলে জানানো হয়েছে। কারণ, মারিউপল থেকে যে সেফ প্যাসেজ তৈরি করা হয়েছে, রাশিয়া সেখানেও লাগাতার আক্রমণ চালাচ্ছে বলে ইউক্রেনের দাবি। সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।