Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেচনিয়া, আফগানিস্তান বা সিরিয়ায়ও এতো রুশ সেনা মরেনি: জেলেনস্কি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ১০:৪৪ এএম

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সিরিয়া, চেচনিয়া ও আফগানিস্তানের যুদ্ধের চেয়ে ইউক্রেনে বেশি সেনা হারিয়েছে রাশিয়া।

বুধবার রাতে এক বার্তায় তিনি এ সব কথা বলেন, এমনটি জানিয়েছে বিবিসি।

রুশ ভাষায় রাশিয়ার জনগণকে সম্বোধন করে জেলেনস্কি বলেছেন, রুশ সৈন্যরা ইউক্রেনে এমন ক্ষতির সম্মুখীন হয়েছে, যা সিরিয়া বা চেচনিয়াতেও হয়নি। আফগানিস্তানেও সোভিয়েত সৈন্যদের এমন ক্ষতি হয়নি।

অবশ্য রাশিয়ার জনগণের মাঝে এই বার্তা কতটা পৌঁছাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কেন না, দেশটির সরকার আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মের নিয়ে কঠোর সেন্সর আরোপ করেছে।

কয়েক দিন আগে আরেক বক্তৃতায় রুশ মায়েদের প্রতি জেলেনস্কির আবেদন ছিল, তারা যেন সন্তানদের যুদ্ধে না পাঠান।

এ দিকে মার্কিন গোয়েন্দাদের অনুমান, ইউক্রেনে আক্রমণ করে সাত হাজারেরও বেশি সেনা হারিয়েছে রাশিয়া।

বিভিন্ন পক্ষের পরিসংখ্যান অনুসারে, ১৯৭৯ থেকে এক দশকের যুদ্ধে আফগানিস্তানে প্রায় ১৫ হাজার সোভিয়েত সৈন্য মারা যায়। চেচেন যুদ্ধে কমপক্ষে ১৩ হাজার সৈন্য হারায় রাশিয়া। আর সিরিয়ায় কয়েকশ’ রুশ মারা যায়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন হামলা করে রাশিয়া। ইতিমধ্যে একাধিক শহর দখলসহ রাজধানী কিয়েভ ঘিরে ফেলেছে রুশ বাহিনী।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১৭ মার্চ, ২০২২, ১২:০২ পিএম says : 0
    এই নাট‍্য অভিনেতা অনেক গুলো শহর হারিয়েছেন। রাশিয়ার লক্ষ লক্ষ সৈনিক ইউক্রেনে অনেক গুলো পরমানু কেদ্র দখল রাশিয়ার কাছে প্রতিদিন রাশিয়ার বিমান হামলায় জর্জরিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন রাশিয়া কিয়েভ রাজধানী অবরোধ মতই প্রায় ত্রিশ লক্ষ ইউক্রেনের মানুষ দেশ থেকে পালিয়েছেন। যুদ্ধে পশ্চিমাদের নানান কল্পকাহিনী সাজিয়ে প্রচারণায় ব‍্যস্থ। জেলেনস্কি পশ্চিমাদের পুতুল। ন‍্যাটোর মিত্র ন‍্যাটোর ঘাটির বানানোর সকল পরিকল্পনা রাশিয়ার সার্বভৌমত্বের প্রযোজনে পুতিন ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনের কৌতুক অভিনেতা কে পুতিন কোমরে রশি বাদিয়ে না নেওয়া পযর্ন্ত ক্লান্ত হবেন না। রাশিয়ার বিশালসংখ্যক সৈন্য বাহিনী। রাশিয়ার অস্ত্র নির্মাণকাজের মানুষের সংখ্যা প্রায় বিশ লাখের উপর প্রযুক্তি অস্ত্রের শক্তি পরমানু শক্তি পুতিনের খেলা হচ্ছে আমেরিকার সাথে। নাট‍্যঅভিনেতা কে পুতুল সাজিয়েছেন আমেরিকা।চলবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ