মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্থানীয় সময় সোমবার চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বৈদেশিক কমিটি কার্যালয়ের পরিচালক ইয়াং চিয়ে ছি এবং মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা সহকারী জ্যাক সুলিভান ইতালির রোমে এক বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠকে দু’পক্ষ চীন-মার্কিন সম্পর্ক, অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আন্তরিক ও গভীর মত বিনিময় করেছেন। দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের মতৈক্য বাস্তবায়ন, পারস্পরিক সমঝোতা জোরদার, মতভেদ নিয়ন্ত্রণ, সহযোগিতা সম্প্রসারণ নিয়ে একমত হয়েছে দু’পক্ষ। উভয়ে চীন-মার্কিন সম্পর্ককে স্বাস্থ্যকর, স্থিতিশীল ও সঠিক উন্নয়নের পথে ফিরিয়ে আনার পারিবেশ তৈরিতে একমত হন।
ইয়াং বলেন, দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের মতৈক্য বাস্তাবায়ন দু’পক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং নতুন যুগে চীন-মার্কিন সম্পর্ক পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার মাধ্যমে অভিন্ন স্বার্থ অর্জনের মূল নীতি উত্থাপন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নতুন ঠাণ্ডা যুদ্ধ না করা, চীনের ব্যবস্থাপনার পরিবর্তন না করা, মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের বিরোধিতা না করা, তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন না দেওয়াসহ ধারাবাহিক প্রতিশ্রুতিও দিয়েছেন বাইডেন। চীন বরাবরই প্রেসিডেন্ট সির নির্দেশনায় দ্বিপাক্ষিক সম্পর্ক বিবেচনা করে। মার্কিন পক্ষও সংশ্লিষ্ট প্রতিশ্রুতি মেনে চলবে বলে আশা করে বেইজিং।
তিনি আরো বলেন, তাইওয়ান ইস্যু চীনের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতার সাথে জড়িত। চীন-মার্কিন তিনটি ইশতাহারে স্পষ্টভাবে একচীন নীতি স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, তাই একচীন নীতি দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের পূর্বশর্ত। সম্প্রতি তাইওয়ান ইস্যুতে মার্কিন পক্ষের ধারাবাহিক ভুল মন্তব্য ও আচরণ চীনের কাছে অগ্রহণযোগ্য।
তিনি বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের আচরণ সমর্থন দেওয়ার যে কোনো পদক্ষেপ বা অপপ্রচেষ্টা সফল হবে না। মার্কিন পক্ষকে তাইওয়ান ইস্যুর সংবেদনশীলতা বুঝে একচীন নীতি অনুসরণের দাবি জানায় বেইজিং। তা ছাড়া, দু’পক্ষ ইউক্রেন পরিস্থিতি, কোরীয় উপদ্বীপের পরমাণু ইস্যু ও ইরানের পরমাণু চুক্তির ব্যাপারসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।