নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০১৮ সালে মেয়েদের এশিয়া কাপ ফাইনালের শেষ সময়টুকু একসঙ্গে দেখেছিলেন ছেলেদের জাতীয় দলের ক্রিকেটাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ড্রেসিং রুমে তারা চোখ রেখেছিলেন টিভি পর্দায়। মেয়েরা জিততেই ছেলেরা ফেটে পড়েছিলেন উল্লাসে। এবার ছেলেদের দল আছে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখান থেকে ম্যাচ তারা দেখতে পেরেছেন কিনা, জানা যায়নি। তবে ইতিহাস গড়া জয়ের পর মেয়েদের দলকে শুভেচ্ছা ঠিকই জানালেন ছেলেরা।
দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ছেলেদের প্রথম অনুশীলন সেশন ছিল গতকাল। জোহানেসবার্গে অনুশীলনের ফাঁকে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বিসিবির ভিডিও বার্তায় শুভেচ্ছা ও শুভ কামনা জানান মেয়েদের, ‘বাংলাদেশ নারী দলকে আমার ও বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে অনেক অভিনন্দন বিশ্বকাপে প্রথম জয়ের জন্য। এত বড় ইভেন্টে প্রথম জয় সবসময় স্পেশাল কিছু। বাকি ম্যাচগুলোর জন্য আমাদের সবার পক্ষ থেকে শুভ কামনা।’
টি-টোয়েন্টি অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের কাছে এই জয়ের তাৎপর্য বিশাল, ‘একটি বিশাল মুহূর্ত! টাইগ্রেসদের অভিনন্দন!’ এমন জয়ে মুশফিকুর রহিম জানান মেয়েদের জয়ে নিজের গর্বের কথা, ‘পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের জন্য বাঘিনীদের অভিনন্দন। প্রথম জয় সবসময়ই সবসময়ই বিশেষ কিছু। আমাদের দল নিয়ে গর্বিত।’
অনেক নাটকের পর দক্ষিণ আফ্রিকার পথে থাকা সাকিব আল হাসানের নজরও এড়ায়নি নারীদের এমন জয়। ফেসবুকে দেশসেরা এই অলরাউন্ডার শুভেচ্ছা জানান এভাবে, ‘বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম জয়ের দেখা পেল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ের জন্য মেয়েদের দলকে অভিনন্দন।’ তরুণ ডানহাতি পেসার তাসকিন আহমেদ অভিনন্দন জানিয়েছেন টাইগ্রেসদের, ‘নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। অভিনন্দন!’ তারকা ওপেনার লিটন দাস মেয়েদের কাছ থেকে প্রত্যাশা করছেন উজ্জ্বল আগামীর, ‘অভিনন্দন মেয়েরা! বিশ্বকাপে প্রথম জয়। নিশ্চিতভাবেই আরও অনেক জয় আসবে।’
হ্যামিল্টনে গতকাল উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। জয়ের পর অভিনন্দনের জোয়ার বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেও আছেন ক্রিকটাররা। ১৯৯৯ আর গতকালের জয়ের মুহূর্তের দুটি ছবি পাশাপাশি দিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছোট্ট করে দুই শব্দে লিখেছেন, ‘অভিনন্দন, গর্বিত’। এছাড়াও সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামসহ আরও অনেকেই শুভেচ্ছা জানান মেয়েদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।