Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরজামাইয়ের বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১১:১৬ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঘরজামাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার দুপুরে উল্লাপাড়া উপজেলার মৈত্র বড়হর গ্রামে আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। আব্দুল আলীম নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তোলেন নানা অভিযোগ।

পুলিশ বলছে, দুই পক্ষের রেশারেশিতে দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। জটিলতা মেটাতে দুই পক্ষকে ডাকা হলেও তারা এগিয়ে আসেনি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ জানান, আব্দুল আলীম চার বছর আগে দ্বিতীয় বিয়ে করে মৈত্র বড়হরে বসবাস শুরু করেন। সে হিসেবে তিনি এখন জেলার উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের বাসিন্দা। আলমি বিভিন্ন অপরাধে সরকারি চাকুরি হারান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ