Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার অস্ত্র চাওয়ার কথা ‘অস্বীকার’ করল চীন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১০:০২ এএম

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ দুই সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলেছে, চীনের কাছে ড্রোন ও সামরিক সহায়তা চেয়েছে চীন। তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু বলেছেন, ‘এমনটি আমি কখনো শুনিনি।’ মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে চীনের কাছে রাশিয়ার অস্ত্র ও আর্থিক সহায়তা চাওয়া-সংক্রান্ত একই ধরনের খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, ফিন্যান্সিয়াল টাইমস এবং মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্স।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গু। তিনি বলেন, ‘ইউক্রেনের পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে। চীন ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদান করছে এবং এ সহায়তা চালিয়ে যাবে।’
লিউ আরও বলেন, ‘এখন আমাদের অগ্রাধিকারভিত্তিতে যা করা দরকার তা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধ করা।’ চীন সবাইকে সর্বোচ্চ সংযম দেখানোর এবং মানবিক সংকট প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে বলেও লিউ মন্তব্য করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জাম সরবরাহের জন্য বেইজিংকে অনুরোধ করে আসছে রাশিয়া। তবে কী ধরনের সরঞ্জাম সরবরাহের অনুরোধ করেছে রাশিয়া তা ওই কর্মকর্তা বলেননি।
অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলেছে, চীনের কাছে অর্থনৈতিক সহায়তাও চেয়েছে রাশিয়া। মূলত পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব কাটাতেই মস্কো এ সহায়তা চেয়েছে বলে মনে করছে ওয়াশিংটন।

বিবিসি আরও লিখেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আজ সোমবার রোমে চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সূত্র : সিএনএন



 

Show all comments
  • Abdul Wahab ১৪ মার্চ, ২০২২, ১০:১৭ এএম says : 0
    Propaganda of Western Media.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ