Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবিতে ‘মিনি আদালত’ বন্ধ করতে হবে, নইলে পরিস্থিতি ভয়াবহ হবে : রব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৯:৪৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্র নির্যাতন ও কথিত ‘মিনি আদালত’ দ্রুত বন্ধ করতে হবে, না হলে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হবে বলে মনে করেন জেএসডি সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, ছাত্রদের ওপর নির্মম নির্যাতন এবং ‘মিনি আদালত’ বসার সংবাদ প্রকাশের পরও কোনো প্রতিকার হচ্ছে না । এতে প্রমাণ হয়, প্রজাতন্ত্রে যেন সরকারের কোনো অস্তিত্ব নেই।

জেএসডি সভাপতি বলেন, ছাত্রদের ওপর নির্যাতনে প্রমাণ হয়, প্রজাতন্ত্রে এমন কোনো প্রতিষ্ঠান নেই, যে প্রতিষ্ঠান নির্যাতন এবং ‘মিনি আদালত’ বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রতিকারের দ্রুত ব্যবস্থা না থাকলে যে ভয়াবহতা নৈরাজ্য ও ধ্বংসলীলা হবে, তা নিয়ন্ত্রণের ক্ষমতা রাষ্ট্রের থাকবে না। রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জেএসডি সভাপতি বলেন, গণমাধ্যমে প্রকাশ পাওয়া খবরে দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুমের ‘মিনি আদালতে’ প্রতি রাতেই বসে কথিত বিচার, হয় নির্যাতন। এখানে দুটি পক্ষ। এক পক্ষ যারা ছাত্র সংগঠনের নামে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়। দলীয় অনুষ্ঠানে না যাওয়ায় ঘুম থেকে তুলে এনে রাতভর নির্যাতনসহ অনেক ঘটনার সাক্ষী এই মিনি আদালত। আর এই আদালতের আসামি হচ্ছেন নির্যাতনের শিকার শিক্ষার্থীরা। অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে গত কয়েক মাসে হল ছেড়েছেন প্রায় ৩০ জনের মতো শিক্ষার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ