Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরবনে হারিয়ে যাওয়া যশোরের দশজন পর্যটককে উদ্ধার করলো প্রশাসন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৮ পিএম

সাতক্ষীরার সুন্দরবনে হারিয়ে যাওয়া দশজন পর্যটককে উদ্ধার করলো উপজেলা প্রশাসন।

টানা পাঁচ ঘণ্টা অভিযানের পর শুক্রবার দিবাগত রাত ১০ টায় উদ্ধার করা হয় এসকল পর্যটকদের।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আক্তার হোসেন।
তিনি বলেন, যশোরের শার্শা উপজেলার পুটখালী ও বারিপোতা থেকে আগত দশজন পর্যটক শুক্রবার সকালে ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারে যান। ট্রলার যোগে বিকালে ফিরে আসার সময় তারা পথ ভুলে সুন্দরবনের গহীনে খালের মধ্যে হারিয়ে যায়। এক পর্যায়ে ট্রলারের তেলও ফুরিয়ে যায়। এসময় পর্যটকেরা আতঙ্কিত হয়ে তাঁর কাছে মোবাইলে বিষয়টি অবগত করেন ।
মোবাইল ফোনে তাদের কথা শুনে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন, বনবিভাগ ও পুলিশের সমন্বয়ে একটি দল পর্যটকদের উদ্ধার অভিযানে নামেন। ট্রলারযোগে সুন্দরবনের ভেতরে প্রবেশ করে হারিয়ে যাওয়াদের খুঁজতে থাকেন। প্রায় পাঁচ ঘন্টা অভিযানের পর সকল পর্যটকদের রাত ১০ টায় উদ্ধার করা হয়। তারা সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুন্দরবন

১৫ ফেব্রুয়ারি, ২০২২
৮ ফেব্রুয়ারি, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২১
২৯ ফেব্রুয়ারি, ২০২০
২৯ জানুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ