Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুতিনের সঙ্গে এবার জেরুজালেমে আলোচনার প্রস্তাব জেলেনস্কির

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১:৩৬ পিএম

রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার ইসরাইলের জেরুজালেমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। জেলেনস্কি ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে অনুরধ করেছেন বলেও জানা গেছে।

রয়টার্স জেলেনস্কিকে উদ্ধৃত করে বলেছে, ‘আমি (বেনেটকে) বলেছিলাম যে বর্তমানে রাশিয়া, ইউক্রেন বা বেলারুশে সভা করা গঠনমূলক নয়। এগুলি এমন জায়গা নয় যেখানে আমরা (সংশ্লিষ্ট দেশগুলির নেতারা) যুদ্ধ বন্ধ করতে সম্মত হতে পারব... আমি কি ইসরাইল, বিশেষ করে জেরুজালেমকে এমন একটি জায়গা বলে মনে করি? আমি মনে করি উত্তরটি হ্যাঁ।’

মধ্যস্থতাকারীর ভূমিকা অবলম্বন করে বেনেট গত শনিবার ইউক্রেনের নির্দেশে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিন ঘণ্টা ক্রেমলিনে বৈঠক করেন। একজন কর্মকর্তার মতে, ইসরাইলি প্রধানমন্ত্রী তারপর থেকে ফোনে পুতিনের সঙ্গে দুবার এবং জেলেনস্কির সাথে চারবার কথা বলেছেন।

ইসরাইল, "অন্যান্য শর্তসাপেক্ষ মধ্যস্থতাকারী দেশগুলির মতোই, ইউক্রেনকে রাশিয়ান ফেডারেশনের যেকোনও দাবিতে সম্মত হওয়ার প্রস্তাব দেয় নি," উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক একটি টুইটে বলেছেন। তিনি যোগ করেন, "সামরিক ও রাজনৈতিক কারণে এটা অসম্ভব। এছাড়া, ইসরাইল রাশিয়াকে ঘটনাগুলিকে আরও পর্যাপ্তভাবে মূল্যায়ন করার আহ্বান জানায়।" সূত্র: টাইমস নাউ।



 

Show all comments
  • Manik ১৩ মার্চ, ২০২২, ৮:০৫ পিএম says : 0
    ইউক্রেন মুসলমানদের চক্রান্ত মূলকভাবে জেরুজালেমে বৈঠক করতে চায়। এর মাধ্যমে জেরুজালেম কে ইসরাইলের রাজধানীর সিকৃতি দিতেই ইহুদির বাচ্চা জেলোনুস্কির এই আহ্বান।
    Total Reply(0) Reply
  • মুহম্মদ শাহজাহান সিরাজ ১৮ মার্চ, ২০২২, ১১:১২ পিএম says : 0
    ঈহুদি বলে কি জেরুজালেমে নাকি বৈঠক করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ