Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের দাওয়াতে গিয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ১:১৪ পিএম

বিয়ের দাওয়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউপির মাঝগ্রাম এলাকার রাজু হোসেন (১৬) ও মাজেদুল হোসেন (৯) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত কাল (৮ মার্চ) দুপুরে উল্লাপাড়ার সাতবাড়ীয়া ফুলজোড় নদীতে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়। বুধবার (৯মার্চ) সকালে জানায়ার নামাজ শেষে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। নিহত রাজু ও মাজেদুল দুয়ারিয়া ইউপির মাঝগ্রাম এলাকার বাবু হোসেনের ছেলে এবং রাজু মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও মাজেদুল মাঝগ্রাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক আত্মাীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে যায় মাঝগ্রামের বাবুর পরিবার। দুপুরে বাবুর ছেলে রাজু (১৬) ও মাজেদুল (৯) উল্লাপাড়ার সাতবাড়ীয়া এলাকার ফুলজোড় নদীতে গোসল করতে যায়। এসময় ছোট ভাই মাজেদুল নদীতে ডুবে যাচ্ছে দেখে বড় ভাই রাজু ছোট ভাইকে উদ্ধার করতে নেমে ২ জনই নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরী এসে বিকেলে তাদের লাশ উদ্ধার করে। পরে বুধবার গভীর রাতে দুই ভাইয়ের লাশ নিজ গ্রাম মঝগ্রামে এলে এলাকায় শোকের ছায় নেমে আসে।
দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম লাভলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ