Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার শ্রীপুরে সাবেক ও বর্তমান ইউপি মেম্বারের বিরোধ কলেজ ছাত্র নিহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ৫:৩৩ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলায় এক কলেজছাত্রকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই তরুণের নাম রাজু আহমেদ (২২)। তিনি তখলপুর গ্রামের আক্তার আলী শেখের ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী।

এই হত্যাকাণ্ডের জন্য শ্রীপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন বিশ্বাস এবং সাবেক ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী আবদুর রউফের বিরোধকে দায়ী করেছেন স্থানীয় লোকজন।

নিহত রাজু আহমেদের বাবা আক্তার আলী শেখ মঙ্গলবার সকালে জানান, সোমবার বাড়ির পাশের চায়ের দোকানে তিনি বসে ছিলেন । এ সময় কাজী আবদুর রউফের লোকজন তাঁর ওপর হামলা চালান। তখন তিনি দৌড়ে বাড়ির ভেতর ঢুকে যান। এরপর ঘরে থাকা তাঁর ছেলে রাজু আহমেদ বেরিয়ে আসেন। এ সময় বাবা-ছেলে দুজনের ওপরই চড়াও হন প্রতিপক্ষের লোকজন। তিনি বলেন, ‘বাড়ির উঠানে ছেলেটার মাথায় কুড়াল দিয়ে কোপ দেয় তাঁরা। অবস্থা গুরুতর থাকায় তাকে সোমবার রাতেই ঢাকায় পাঠানোর পথে গোয়ালন্দতে মারা যায়। এ ঘটনায় অপর ২ জন আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি আছে।উল্লেখ্য ৫ মার্চ উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় ভাংচুর হয় ঘরবাড়ি। এ ঘটনার জের ধরে এ হত্যাকান্ড বলে জানায় এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ