Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই যে দরজা বন্ধ করলেন, আর খুললেন না অভিমানী সাদিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ২:২৬ পিএম

চোখভরা ছিল বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। অথচ কিশোরী বয়সেই সাদিয়াকে (২৪) বসতে হয় বিয়ের পিঁড়িতে। রীতিমতো হয়ে ওঠেন গৃহিণী। এরপর কেটে গেছে বহু বছর। এখন তিনি আট বছরের কন্যার জননী। যদিও ধরে রেখেছিলেন বিসিএসের সেই স্বপ্ন। স্বপ্ন বাস্তবায়নে সংসারের কাজের ফাঁকে চালিয়ে গিয়েছেন পড়াশোনা। শেষ করেছেন মাস্টার্স।

তারপর সোমবার। নারী দিবসের ঠিক আগের দিন নিভিয়ে দিলেন নিজের জীবনের প্রদীপ। অন্য দিনের মতো এদিনও মেয়েকে নিয়ে গিয়েছিলেন স্কুলে। তারপর ফিরে আসেন বাসায়। এরপর সেই যে দরজা বন্ধ করলেন, আর খুললেন না।

দরজা বন্ধ অবস্থায় পেরিয়ে যায় দীর্ঘ সময়। পরে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন।

কোতয়ালী মডেল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। গিয়ে গলায় দড়ি পেঁচানো অবস্থায় সাদিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। এ সময় তার পড়ার টেবিলের পাশে দেয়ালে লেখা ছিল, ‘আই হ্যাব টু বি এ বিসিএস ক্যাডার’।

এসআই রেজাউল আরও জানান, সাদিয়ার ঘরে পড়ার টেবিলে বিসিএসের বই ছিল। খাতা-কলমসহ ছিল আরও উপকরণ।

সাদিয়া বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকারি একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন।

সেখান থেকে পুলিশ সাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সেই সঙ্গে শেষ হয় একটি বিসিএসের স্বপ্নেরও।

জানা গেছে, সাদিয়ার স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করায় অন্য জেলায় থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ