Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর খাতে একগুচ্ছ সুবিধা দেবে চীন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ৪:৫৮ পিএম

চলতি বছরের সরকারি কর্মপ্রতিবেদনে বলা হয়, নতুন সম্মিলিত কর সমর্থন নীতি কার্যকর করা হবে। ফলে ছোট ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের করযোগ্য আয়ের ১ থেকে ৩ মিলিয়ন ইউয়ান অংশের এন্টারপ্রাইজের আয়কর অর্ধেক আদায় করা হবে।

একই সঙ্গে ভ্যাট থেকেও কর ফেরত নীতি বাস্তবায়িত এবং প্রতিষ্ঠানের উদ্ভাবন উত্সাহ মাত্রা বাড়ানো হবে। এ ছাড়া, বাসিন্দাদের চিকিত্সা বীমা এবং মৌলিক জনস্বাস্থ্য পরিষেবা ব্যয়ের মাথাপিছু সরকারি ভর্তুকি যথাক্রমে ৩০ ইউয়ান ও ৫ ইউয়ান বাড়ানো হবে।

একশ’ বিলিয়ন ইউয়ান বেকারত্বের বীমা তহবিল গঠন করা হবে। দ্রুততার সাথে নির্মাণ শিল্পের উচ্চমানের উন্নয়নে জরুরি মেধাশক্তি লালন-পালন করা হবে।

নতুন শক্তির গাড়ি পণ্যভোগে সমর্থন দেয়া হবে, গ্রামাঞ্চলে সবুজ স্মার্ট হোম যন্ত্রপাতি এবং পুরনো হোম অ্যাপ্লায়েন্সে বিনিময়’কে উৎসাহ করা হবে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ