মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের মধ্যেই প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। শনিবার ক্রেমলিনে দুই নেতার মধ্যে দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে জানানো হয়েছে, পুতিনের সাথে বৈঠকের পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলেন বেনেট। ইসরাইলের এক কর্মকর্তা জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যস্থতার চেষ্টা করছেন জেলেনস্কি। তিনি এ নিয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির সাথে আলোচনা করছেন। পুতিনের সাথে বৈঠক শেষেই বেনেট বার্লিনের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছে তার মুখপাত্র। সেখানে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সাথে আলোচনা করবেন তিনি। এছাড়া রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকের উদ্দেশে মস্কো যাওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সাথেও কথা বলেন বেনেট। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, যুদ্ধ নিয়ে পুতিনের সাথে ফরাসি প্রেসিডেন্টের কী কথা হয়েছে সে সম্পর্কে বেনেটকে সংক্ষেপে জানানো হয়েছে। এলিসি প্রাসাদের এক কর্মকর্তা বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করতে নিবিড় যোগাযোগ থাকবে তাদের মধ্যে। এর সাথে জার্মান চ্যান্সেলরও থাকবেন। রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনায় ইউক্রেনে অবস্থিত ইহুদি স¤প্রদায়ের নিরাপত্তার প্রসঙ্গ তুলেন বেনেট। এছাড়া ইরানের সাথে চলমান পরমাণু আলোচনা নিয়েও কথা হয় দুই নেতার মধ্যে। বর্তমানে ২০১৫ সালের পরমাণু সমঝোতাকে বাঁচিয়ে তুলতে আলোচনায় রয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। রাশিয়ায় বেনেটের সাথে সফরসঙ্গী ছিলেন ইসরাইলের গৃহায়ন মন্ত্রী জিভ এলকিন। তিনি ইসরাইলি হলেও তার জন্মস্থান ইউক্রেন। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসন চালালে এর নিন্দা জানিয়েছিল ইসরাইল। এর আগে কিয়েভের সাথে সংহতি প্রকাশ করে ইউক্রেনে মানবিক সাহায্যও পাঠিয়েছে দেশটি। তবে ইসরাইল জানিয়েছে, ইউক্রেনে সংঘাত নিরসনের লক্ষ্যে তাদের সরকারের পক্ষ থেকে মস্কোর সাথে নিবিড় যোগাযোগ রাখা হবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।