মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শনিবার চীনের ত্রয়োদশ জাতীয় গণ-কংগ্রেস বা এনপিসি’র পঞ্চম অধিবেশন উদ্বোধনের পর প্রথম ‘মন্ত্রীদের করিডোর’ চালু করা হয়। এতে রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা ইন্টারনেট ভিডিও’র মাধ্যমে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন এবং সমাজের উদ্বেগ নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের প্রধান হ্য লি ফোং বলেছেন সারা বছরের কর্তব্য সম্পন্ন করায় চীনের পরিবেশ, দক্ষতা ও আস্থা আছে। সরকারি কার্যবিবরণীতে তুলে ধরা চলতি বছর জিডিপি প্রবৃদ্ধির হার ৫.৫ শতাংশের কাছাকাছি হবে বলে জানানো হয়। এই পূর্ব-নির্ধারিত লক্ষ্য প্রসঙ্গে হ্য লি ফোং বলেন, চীনা অর্থনীতি উন্নয়নের চলিকাশক্তি বেশি এবং নমনীয়তা শক্তিশালী। সারা বছরের লক্ষ্য বাস্তবায়নে চীন আত্মবিশ্বাসী। তিনি বলেন, ২০২১ সালে চীনের অর্থনীতির পরিমাণ ছিল ১১৪.৪ ট্রিলিয়ন ইউয়ান। ইতিহাসে প্রথমবার এক বছরে চীনের অর্থনীতি ১৩ ট্রিলিয়ন ইউয়ান বৃদ্ধি পেয়েছে। বিনিময় হার অনুযায়ী বৃদ্ধির পরিমাণ ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং যা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাসে আগে দেখা দেয়নি। এ থেকে প্রমাণিত হয় যে, চীনের অর্থনীতির উন্নয়নের চালিকাশক্তি প্রবল। বাজারের প্রাণবন্ত শক্তি এবং ঝুঁকি বহনের দক্ষতাও অনেক। এটাই হলো চলতি বছর জিডিপিতে ৫.৫ শতাংশ বৃদ্ধির হার বাস্তবায়নের আত্মবিশ্বাস ও ভিত্তি। হ্য আরো বলেন, চলতি বছর অর্থনীতির উন্নয়নে অনেক চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা ও অনিশ্চিত উপাদান রয়েছে। তারপরও সিপিসি’র কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ দূরদর্শী বিশ্লেষণ করেছে এবং সুনির্দিষ্ট বণ্টনও করেছে। সারা বছরের কর্তব্য সম্পন্ন করতে চীনের পরিবেশ, দক্ষতা ও আস্থা আছে। সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।