মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন আক্রমণের প্রথম কয়েকদিনের মধ্যে চেরনোবিল পারমাণবিক কেন্দ্র দখল নেয় রাশিয়া। কারণ তাদের কাছে খবর ছিল, ওই কেন্দ্রে পারমাণবিক অস্ত্র ‘ডার্টি বম্ব’ বানাচ্ছিল ইউক্রেন। কিয়েভের সেই প্রচেষ্টা বন্ধ করতেই চেরনোবিল দখল করেছিল রাশিয়া। তবে নিজেদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি পুতিনের দেশ।
রুশ সংবাদমাধ্যমের দাবি, বিশ্বের নজর এড়িয়ে তারা ফের পারমাণবিক অস্ত্র তৈরি করছিল ইউক্রেন। ২০০০ সালে বন্ধ হয়ে যাওয়া চেরনোবিলে পারমাণবিক কেন্দ্রে বানানো হচ্ছিল ‘ডার্টি বম্ব’। যদিও তাদের সেই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। তাদের দাবি, ১৯৯৪ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পারমাণবিক অস্ত্র সমপর্ণ করেছিল ইউক্রেন। তার পর থেকে তারা আর পারমাণবিক অস্ত্র বানায়নি। কিন্তু রাশিয়ার এই দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দাবির স্বপক্ষে কোনও প্রমাণ তারা দিতে পারেনি।
কী এই ডার্টি বম্ব, যার প্রস্তুতি ঠেকাতে চেরনোবিল পারমাণবিক কেন্দ্র হামলা চালাল রাশিয়া। বিশেষজ্ঞ মহল বলছে, মূলত তেজষ্ক্রিয় পদার্থ প্লুটোনিয়াম দিয়ে তৈরি করা হচ্ছিল এই মারণ অস্ত্র। এটি পারমাণবিক অস্ত্র। কিন্তু বিস্ফোরণ হলে সাধারণ বোমার চেয়ে অনেক বেশি ক্ষতি হতে পারে এলাকার। পাশাপাশি, বিস্ফোরণস্থল থেকে কয়েক কিলোমিটারজুড়ে এক বছরের বেশি সময় ধরে প্রভাব থেকে যায় তেজষ্ক্রিয়তার। অসুস্থ হয়ে পড়েন এলাকাবাসী।
এদিকে রোববার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১১ দিনে পা দিল। এর মধ্যে মানবিকতার খাতিয়ে আমজনতার উদ্ধারকার্যের জন্য পর পর দুদিন কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। সেই সুযোগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা লুহানস্কে পালটা হামলা চালায় কিয়েভের সেনা। তাদের হামলায় ১৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।