মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনকে বিভিন্ন ভাগে বিভক্ত করার কোনো লক্ষ্য রাশিয়ার নেই। স্কাই নিউজ অ্যারাবিয়ার কাছে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই দাবি করেন। তিনি বলেন, রাশিয়া শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। খবর তাসের
২০১৪ সালের অভ্যুত্থানের পর ইউক্রেনের নাৎসি ভাবধারার প্রভাব পড়েছে উল্লেখ করে পেসকভ বলেন, ‘আমরা ইউক্রেনের নিরস্ত্রীকরণ দেখতে চাই, নাৎসি মতাদর্শমুক্ত ইউক্রেন দেখতে চাই।’
পেসকভ আরও বলেন, ‘আমরা দেখতে চাই, ইউক্রেন যে নিরপেক্ষ তা তাদের সংবিধানে লিপিবদ্ধ করবে। এমনকি যেসব অস্ত্র ইউরোপের নিরাপত্তা ভারসাম্যকে বদলে দিতে পারে, সেসব অস্ত্র ইউক্রেনে সরবরাহ করা যাবে না।’
পেসকভ বলেন, যেহেতু দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে (ডিপিআর, এলপিআর) রাশিয়া স্বীকৃতি দিয়েছে, তাই তাদের প্রতি বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে মস্কোর বাধ্যবাধকতা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র জোর দিয়ে বলেন, কিয়েভের কর্মকাণ্ড ডিপিআর এবং এলপিআরের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই রাশিয়া কিয়েভকে নিরস্ত্র করতে পদক্ষেপ নিয়েছে।
ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (এনপিপি) স্বাভাবিক কর্মকাণ্ড চলছে বলে জানান পেসকভ। বিদ্যুৎকেন্দ্রটি এখন রাশিয়ার সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে।
পেসকভ বলেন, মস্কো আশা করে, তৃতীয় দফা বৈঠকে রাশিয়ার অবস্থানের বিষয়টি কিয়েভ শুনবে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সেনা অভিযানের সমাপ্তি টানতে এটিও একটি শর্ত। পেসকভের দেওয়া তথ্যমতে, বেলারুশে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে বসার অপেক্ষায় আছে মস্কো। এর আগের দুটি বৈঠক থেকে কার্যত কোনো সফলতা আসেনি। সূত্র : তাস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।