Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাবার সঙ্গে অভিমানে ৯বছরের শিশুর আত্মহত্যা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ৬:১২ পিএম

কোম্পানীগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে ৯বছরের এক শিশু আত্মহত্যা করেছে। তার নাম নুরুল হক নিশাত। সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে।

শনিবার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাগধারা বাজার সংলগ্ন সরকারি আশ্রয়ন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আলম পরিবার নিয়ে সরকারি আশ্রয়ন কেন্দ্রে বসবাস করে। তাঁর পৈত্রিক বাড়ি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে। শনিবার সকাল থেকে নুর আলম ঘরের পাশে নিজের মাটি ভরাটের কাজ করে। মাটি ভরাটের কাজ শেষে দুপুরের দিকে নুর আলম আশ্রয়ন কেন্দ্র পার্শ্ববতী একটি দোকানে যায় নাশতা করার জন্য। এ সময় তাঁর ছোট ছেলে নিশাত বাবার সাথে দোকানে যাওয়ার বায়না ধরে বসে। কিন্তু বাবা তাকে দোকানে না নিয়ে একটি চিপস্ দিয়ে ঘরে রেখে যায়। এতে সে বাবার ওপর অভিমান করে বসত ঘরের দরজা-জানালা বন্ধ করে জানালার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরে পরিবারের সদ্যরা তাঁর গোঙানির শব্দ শুনে জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে জানালার সাথে ঝুলানো তাঁর নিথর দেহ পড়ে থাকতে দাখে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ