বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মীরসরাইয়ে আগুনে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। চা দোকানের রুটি তৈরির তুন্দুল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ২টি চা দোকান এবং ৩ টি মুদি দোকানসহ মোট ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৩ টার সময় উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের চৈতন্যেরহাটের ভোরের বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ বাজারের চা দোকানি মোঃ খোকনের চা দোকান থেকে আগুনের লেলিহান শিখা পাশবর্র্তী মফিজুর রহমানের মুদি দোকান, হোরা মিয়ার চা দোকান, আমজাদের মুদি দোকান ও নুরুল হুদার মুদি দোকানে ছড়িয়ে পড়ে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে করে অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানদের।
এই বিষয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে জানতে পারি স্থানীয় চা দোকানি খোকনের রুটি তৈরির তুন্দুল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।