Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামরিক খাতে খরচ বাড়ানোর ঘোষণা চীনের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ২:৪৫ পিএম

সামরিক খাতে ৭ শতাংশ ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করল চীন। শনিবার বেইজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনে বাজেট পেশের সময় এই ঘোষণা দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং। তিনি জানিয়েছেন, ২০২২ সালে সামরিক খাতে ২৩,০০০ কোটি ডলার ( প্রায় ১৭ লক্ষ ৫৭ হাজার ৭৮৭ কোটি টাকা) খরচ করা হবে।
লাদাখ এবং তাইওয়ান ঘিরে উত্তেজনার আবহে ২০২১ সালে প্রথম বার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা করেছিল চীন। এ বার তা আরও ৭.১ শতাংশ বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে শি জিনপিং সরকার প্রতিরক্ষা বাজেট ৭.৫ শতাংশ বৃদ্ধি করেছিল। তার পর এ বারই সামরিক খরচে বৃদ্ধির হার সর্বোচ্চ।
বস্তুত, চীন সরকারের সামরিক খাতে ব্যয় বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গেছে। ২০২২-এ জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ ধার্য করা হয়েছে। গত এক দশকের মধ্যে যা সর্বনিম্ন। নানা আর্থিক ও সামাজিক উন্নয়ন প্রকল্পের পাশাপাশি বাজেট বক্তৃতায় নতুন ১ কোটি ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছেন চীনা প্রধানমন্ত্রী।
তবে একদলীয় চীনের কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকার প্রতিরক্ষা খাতে ঘোষণার চেয়ে অনেকটাই বেশি খরচ করে বলে ধারণা পশ্চিমা সামরিক পর্যবেক্ষক সংগঠনগুলোর। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’-এর ২০২১ সালের একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে চীনের সামরিক খাতে প্রকৃত খরচ ছিল ২৫,২০০ কোটি ডলার (প্রায় ২২ লাখ ৭১ হাজার ৮৪৪ কোটি টাকা)।
সে বছর প্রতিরক্ষা খরচের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল চীন। প্রথম স্থানাধিকারী মার্কিন যুক্তরাষ্ট্র ৭৭,৮০০ কোটি ডলার (প্রায় ৫৮ লাখ ৩ হাজার ৪০৫ কোটি টাকা) এবং তৃতীয় স্থানাধিকারী ভারত ৭,২৯০ কোটি ডলার (প্রায় ৬ লাখ ৫৭ হাজার ২১২ কোটি টাকা) সামরিক খাতে খরচ করেছিল সে বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ