পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি পণ্যবাহী জাহাজের মেরিন প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। এক বিবৃতিতে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন এর মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছিল দুই মাসের বেশি সময় ধরে। যুদ্ধাবস্থার মধ্যে ২৯ জন নাবিকসহ যুদ্ধ এলাকা হিসেবে ঘোষিত অলভিয়া বন্দরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধি' জাহাজটি কিভাবে গেল এর দায় অবশ্যই নির্ধারণ করার জন্য তদন্ত করা উচিত।
তিনি বলেন, যেখানে জীবনের ঝুঁকি আছে সেখানে নিরাপত্তা সবার আগে, সরকার এই মৌলিক সত্যকে গুরুত্ব দেয়নি। ঘটনা প্রবাহের দিকে নজর রাখলে কোনক্রমেই জাহাজটি সেখানে যাওয়ার কথা নয়। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি বুঝতে সরকারের কূটনৈতিক ব্যর্থতায় মূল্যবান প্রাণ এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় ইউক্রেন থেকে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের মাসখানেক আগে থেকেই নিরাপদে সরিয়ে নিয়েছে। রাশিয়া-ইউক্রেন আক্রমণের পর বিদেশি নাগরিকদের বিভিন্ন সীমান্ত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঝুঁকির মধ্যে জাহাজ পাঠানোর পরও নাবিকদের নিরাপদে সরিয়ে নিতে বাংলাদেশের পক্ষে তড়িৎ কোন কূটনৈতিক পদক্ষেপ নেয়া হয়নি। অথচ জার্মান-ফ্রান্স যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ আগেই তাদের বাণিজ্য সীমিত করে নিরাপদে সরিয়ে নিয়েছে তাদের নাগরিকদের। ব্যতিক্রম শুধু বাংলাদেশ। রাষ্ট্রের নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধানে সরকারের উদাসীনতা ক্ষমার অযোগ্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।