Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনীর ‘দখলে’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ২:৩৩ পিএম

এর আগে ইউক্রেনের স্থানীয় সময় আজ শুক্রবার ভোররাতের দিকে রাশিয়ার গোলা হামলায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যায়। পরে আগুন নেভাতে সক্ষম হয় দেশটির কর্তৃপক্ষ।

এবার রুশ সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।

বার্তা সংস্থা রয়টার্স বলছে—স্থানীয় এক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, ‘কর্মীরা বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন।’

এ ছাড়া ইউরোপের বৃহত্তম এ বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৪ মার্চ, ২০২২, ৪:৫০ পিএম says : 0
    অভিনন্দন রাশিয়ার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীদের অভিনন্দন ভ্লাদিমির পুতিন রাশিয়ার লৌহ মানব প্রেসিডেন্ট কে। পৃথিবীর স্বার্থে মার্কিন সাম্রাজ্য বাদের বিরুদ্ধেএই অভিযান জরুরী ছিল পৃথিবীর দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। আমেরিকা যুদ্ধ করতে শত বার চিন্তা করবেন। ইউক্রেন একের পর এক উস্কানি রাশিয়ার বিরুদ্ধে ন‍্যাটোর শক্তিশালী ঘাটি বানাতে ন‍্যাটোর সদস্য হওয়া ইত্যাদির কারণে আজকের পরিণতি। একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হলো রাষ্টীয় ক্ষমতাই অদিষ্টিত ব‍্যাক্তির রাষ্টীয় ক্ষমতাই যাওয়া পর যোগ্যতা নেতৃত্ব। ইউক্রেনের নাট‍্য অভিনেতা দেশের মানুষ ব‍্যাকুপ বানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতাই অদিষ্টিত হয়ে দিশেহারা হয়ে গেছে। এবং আন্তর্জাতিক রাজনীতি কুটনৈতিক প্রজ্ঞা বলতে কিছুই ছিল না। পৃথিবীর দ্বিতীয় পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে হুমকি উস্কানি সমানুপাতিক হারে দিয়ে যাচ্ছেন। পুতিন রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যুদ্ধের মাধ্যমে ফয়সালা সিদ্ধান্ত নিয়েছেন।এটি ছাড়া বিকল্প ছিল না। পরমানু অস্ত্রের সত্যি ব‍্যবহার হবেই যদি ন‍্যাটো বিমান হামলা চালাই। আমেরিকার মিত্রদের রাশিয়া শান্ত করার নতুন মিশনে নামবে। নামতে বাধ্য হবেন। কোন উপায় নেই। একে একে ইউক্রেের সবকিছুই রাশিয়ার বিশালসংখ্যক সৈন্যদের নিয়ন্ত্রণে চলে আসবে। বিজয়ী হওয়া সময়ের ব‍্যাপার মাত্র। ভ্লালাদিমির পুতিন জিন্দাবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ