Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যশোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ২:৫৭ পিএম

যশোরে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ আনোয়ারুল ইসলাম (৭৫) নামে একজন বীরমুক্তিযোদ্ধা মারা গেছেন। বুধবার (২ মার্চ) সকালে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে নিজ বাড়ির উঠানে এই ঘটনা ঘটে।

নিহতের ছেলে মারুফ হোসেন ও ভাইপো সাজিদুল ইসলাম চয়ন জানিয়েছেন, তিনি যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান। বর্তমানে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারুল গ্যাস সিলিন্ডার বাসার উঠানে নাড়াচাড়া করছিলেন। তখন সেটির বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. আব্দুর রশিদ মৃত্যুর এ ঘটনার নিশ্চিত করেছেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। হাসপাতালে তার মরদেহ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ