বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরলে স্বামীর বাড়ী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় বাড়ীর সব পুরুষ মানুষ পলাতক ছিল। এদিকে ওই গৃহবধূকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন, নিহতের পিতার বাড়ীর লোকজন।
জানাগেছে, বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া গ্রামের রিয়াজউদ্দীনের মেয়ে ইয়াসমিন (৩০) এর সাথে গত ১৪/১৫ বছর পূর্বে একই ইউনিয়নের জগৎপুর মোলানিয়া গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে ওয়াজেদ আলীর বিয়ে হয়। বিয়ের পর সংসার জীবনে ১ ছেলে ২ মেয়ের জননী হন ইয়াসমিন। তবে পারিবারিক কলহ ও অশান্তি প্রায় সময় লেগে থাকতো এই দম্পত্তির। ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে এনজিও-এর ঋণের কিস্তির টাকা দেয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে ঝগড়া হয় এবং একইদিন সন্ধ্যায় গৃহবধূ ইয়াসমিন ঘরের বর্গার সাথে গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ওয়াজেদের বাড়ীর লোকজন চিৎকার করতে থাকে। এব্যাপারে জগৎপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর স্বামীর বাড়ীর বারান্দা থেকে শোয়া অবস্থায় লাশ উদ্ধার ও লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি। লাশ উদ্ধার এবং সুরতহাল রিপোর্টের সময় বাড়ীর সব পুরুষ মানুষ পলাতক ছিল। তবে ময়না তদন্তের রিপোর্ট না দেখে এটা হত্যা না আত্মহত্যা তা পরিস্কার বলা যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।