বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় ট্রাকের ধাক্কায় মুসাব্বির হোসেন নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি কেএমপির খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনারের দেহরক্ষী ছিলেন। আজ সোমবার সকাল পৌনে ১০ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
খুলনা ট্রাফিক বিভাগের টিএসআই জিএম খালিদুর রহমান জানান, সকাল পৌনে ১০ টার দিকে মুসাব্বির নিজ মোটরসাইকেল নিয়ে মিনাক্ষী সিনেমা হলের সামনে পৌছান। এ সময়ে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। মুসাব্বির রাস্তার ওপর পড়ে যান। ট্রাকের একটি চাকা তার শরীরের ওপর উঠে যায় এবং তাকে টানতে টানতে কিছু দুরে নিয়ে যায়। তিনি আরও বলেন, সকালে মুসাব্বির ফায়ারিংয়ের জন্য ডাকাতিয়ার বিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপার আলম শেখকে আটক করা হয়েছে। তবে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পুলিশের হেফাজতে রাখা হয়েছে ট্রাকটি। আটক হেলপার আলম শেখ পাবনার হেমায়েতপুর এলাকার মোসলেম শেখের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।