পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় তিন আনসার সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে এক ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার এ তথ্য জানান আনসার ব্যাটেলিয়ন ও পুলিশের কর্মকর্তারা।
গত সোমবার নগরীর ফয়’স লেক এলাকায় ৩১ আনসার ব্যাটলিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া তিন আনসার সদস্য হলেন- সোহেল রানা, সাইদুর রহমান ও রিটন। এই ঘটনায় লাঞ্ছিত রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন।
জানা যায়, গত সোমবার চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন ও বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম পরিবার নিয়ে ফয়স’ লেকে বেড়াতে যান। তাদের বহনকারী গাড়িটি ওই এলাকায় আনসার ব্যাটেলিয়ন কার্যালয়ের কাছে পার্কিং করা নিয়ে বিতণ্ডা হয় দায়িত্বরত আনসার সদস্যদের সাথে। এসময় আনসার সদস্যরা রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিনকে ব্যাটেলিয়ন কার্যালয়ের ভেতরে নিয়ে মারধর করে। খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশের একটি দল দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে আনসার সদস্যদের থানায় নিয়ে যায়। পরবর্তীতে থানায় পুলিশ ও আনসার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। এ ঘটনায় কোন মামলা না করে অভ্যন্তরীন একটি জিডি করা হয়। তবে বিষয়টি নিয়ে পুলিশের কোন কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি। চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) হাসান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দুই বাহিনীর অভ্যন্তরীন বিষয় মন্তব্য করে কথা বলতে রাজি হয়নি। আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবরও বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
৩১ আনসার ব্যাটলিয়নের পরিচালক নাজমুল হক নূরনবী বলেন, একটু ভুলবোঝাবুঝি হয়েছে। তবে কী নিয়ে এটা হয়েছে সেটা তদন্তের বিষয়। বিষয়টি সাথেসাথেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তিন আনসার সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই দিন কী হয়েছিল সেটা জানা যাবে। পাশাপাশি আনসার সদস্যদের বিরুদ্ধে কোন দোষ পাওয়া গেলে স্থায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।