প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের আত্মজীবনীমূলক বই ‘এবং বিশ্বজিৎ’। বইটি লিখেছেন জয় শাহরিয়ার। বইটিতে কুমার বিশ্বজিৎ’র চার দশকের সঙ্গীত জীবনের কথা উঠে এসেছে। কুমার বিশ্বজিৎ বলেন, ‘বইমেলায় কখনোই আমার যাওয়া হয়ে উঠেনি। কারণ যে সময়টাতে বইমেলা হয়, সেই সময়টাতে আমার স্টেজ শোর ব্যস্ততা থাকে। এবার যেহেতু বইমেলায় আমার আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়েছে এবং অনেকেই বিশেষভাবে অনুরোধও করছেন বইমেলা যাওয়ার জন্য, তাই এবার ইচ্ছে আছে বইমেলায় একটি নির্দিষ্ট সময়ের জন্য যাবো। মার্চের প্রথম সপ্তাহেই বইমেলায় যাব। তিনি বলেন, ‘এবং বিশ্বজিৎ’ বইটি একেবারেই সঙ্গীত বিষয়ক একটি বই। জয় শাহরিয়ারকে আন্তরিক ধন্যবাদ, তার কারণেই আমার এই বইটি প্রকাশিত হয়েছে। বর্তমান সময়ের গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, বর্তমান সময়ে গানের বড় সমস্যা হলো গানের ভাষা। গানের ভাষাগত দুর্বলতা গানের আবেদনকে নষ্ট করে দিচ্ছে। বাংলা গানে যা সৃষ্টি হবার তা অনেক আগেই হয়ে গেছে। আমরা এখন পুরানো গানকে আঁকড়ে ধরে টিকে আছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।