Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তপন চৌধুরীর ভূয়সী প্রশংসা করলেন কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

তপন চৌধুরী ও কুমার বিশ্বজিৎ বাংলাদেশের আধুনিক গানের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। দু’জনই অসংখ্য জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করেছেন। সম্প্রতি কুমার বিশ্বজিৎ তপন চৌধুরীর গান নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশের আধুনিক গানে তপন চৌধুরীর অবদান অফুরন্ত। তার গানে বাংলা কাব্য, সাহিত্যের অপূর্ব সংমিশ্রণ রয়েছে, যা শ্রোতাদের সবসময় মুগ্ধ করে। তিনি একজন অসাধারণ সঙ্গীতশিল্পী। দাদা তার গান দিয়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে যেভাবে সমৃদ্ধ করেছেন। তার কাছে আমার অনুরোধ ধাকবে, এভাবেই যেন জীবনের বাকীটা দিন তিনি যেন তার গান দিয়ে আমাদের সঙ্গীতাঙ্গনকে আরো সমৃদ্ধ করে যান। মানুষ হিসেবে তপন দা অসাধারণ একজন মানুষ। সত্যিকার অর্থেই যারা ভালো কাজ করেন তাদের প্রশংসা করতে পারেন সহাস্যে। তার সবচেয়ে বড় গুণ হলো যে কোন সময় যে কারোরই সুখে-দুঃখে, আনন্দ-উৎসবে তিনি পাশে থাকার চেষ্টা করেন। এটা সহজ কোন বিষয় নয়। জীবনকে তিনি অন্তর থেকে উপলদ্ধি করতে পারেন বলেই সবার জন্য তিনি নিবেদিত হয়ে পাশে থাকতে পারেন। আমি সবসময়ই চাই তপন দা ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ূ হোন।’ কুমার বিশ্বজিৎ জানান, কবির বকুলের উপস্থাপনায় বেশ কয়েক বছর আগে বিটিভির একটি অনুষ্ঠানে তপন চৌধুরী ও কুমার বিশ্বজিৎ একজন আরেকজনের গান গেয়েছিলেন। এটি সেসময় বেশ আলোচিত হয়েছিলো। তারা দু’জন একই অ্যালবামে বেশ কিছু গান গেয়েছেন। তবে একসঙ্গে গান করা হয়নি। উল্লেখ্য, তপন চৌধুরী এখন দেশের বাইরে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ