প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতজীবনের চার দশকে পা দিচ্ছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ১৯৮২ সালে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানটি দিয়ে তার পেশাগত সঙ্গীতজীবন শুরু হয়। এই গান দিয়েই তিনি শ্রোতাদের মন কেড়ে নেন। সঙ্গীত জীবনের চল্লিশ বছর পুর্তি উপলক্ষে কুমার বিশ্বজিৎ বিশেষ উদ্যোগ নিয়েছেন। ৪০ বছরের সঙ্গীত জীবনে তার গাওয়া আট-দশটি জনপ্রিয় গান নতুন করে শ্রোতাদের উপহার দেবেন। কুমার বিশ্বজিৎ বলেন, ১৯৮২ সালের আগেই আমি গান গাইতে শুরু করি। তবে শ্রোতা-দর্শক আমাকে চিনতে শুরু করে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানটি দিয়ে। এ গানের মাধ্যমেই পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করি। এ হিসেবে আমার সঙ্গীত জীবনের চার দশক পূর্ণ হয়েছে। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে বিশেষ আয়োজনের মধ্যদিয়ে আমার সঙ্গীত জীবনের এই যাত্রাকে উদযাপন করা হবে। আমার গাওয়া জনপ্রিয় আট-দশটি গান নতুন সঙ্গীতায়োজনে শ্রোতা-দর্শকের জন্য তৈরী করছি। তিনি বলেন, আমার সঙ্গীত জীবনের অবদানের নেপথ্যে যারা ছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। যারা বেঁচে আছেন, তারা এই আয়োজনে থাকবেন। কুমার বিশ্বজিৎ বলেন, আমি জানি না সঙ্গীত জীবনের হাফ সেঞ্চুরি বা সুবর্ণ জয়ন্তী পাবো কিনা। যেহেতু চার দশক পেয়েছি, তাই এটাই উদযাপন করতে চাই। যত দিন বাঁচি আনন্দ নিয়ে বাঁচতে চাই, আর সবার জন্য আরো কিছু ভালো ভালো গান উপহার দিয়ে যেতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।