Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ কুমার বিশ্বজিৎ-এর জন্মদিন

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ ১ জুন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ-এর জন্মদিন। দিনটি তিনি পরিবারের সাথে কাটাবেন। সকালে স্ত্রী ও একমাত্র ছেলে নিবিড়কে নিয়ে ঢাকার বাইরে যাবেন বেড়াতে। বিকালে বাসায় ফিরে কাছের কিছু মানুষের সঙ্গে সময় কাটাবেন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘জন্মদিন এলেই মনে হয় জীবন থেকে আরো একটি বছর চলে গেল। তার অর্থ মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এটা মেনে নিয়েই জীবনযুদ্ধে চ্যালেঞ্জে হারা যাবে না। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। জীবনকে সাজাতে হবে। পৃথিবীর বুকে আসার পর জীবনের প্রতি এমন মায়া জন্ম নেয় যে পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না। আমি আজকে যে কুমার বিশ্বজিৎ হয়েছি, তার পেছনে যাদের অবদান আছে আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। তাদের প্রত্যেককেই শ্রদ্ধাভরে স্মরণ করছি।’ এদিকে আসছে ৪ জুন জন্মদিন উপলক্ষে ভক্তদের সঙ্গে বসে নিজের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’ উপভোগ করবেন কুমার বিশ্বজিৎ। ‘সারাংশে তুমি’ মিউজিক্যাল ফিল্মটির শব্দ দিয়ে মালা গেঁথেছেন গাজী মাজহারুল আনোয়ার। কুমার বিশ্বজিৎ-এর সুর সঙ্গীতে এতে তার সঙ্গে গান গেয়েছেন সামিনা চৌধুরী, ন্যানসি ও শুভমিতা। কুমার বিশ্বজিৎ-এর জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।



 

Show all comments
  • Badal Sarkar ১ জুন, ২০১৬, ১২:২৬ পিএম says : 0
    আপনি দীর্ঘ জীবি হউন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ কুমার বিশ্বজিৎ-এর জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ