প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ১ জুন কুমার বিশ্বজিৎ-এর জন্মদিন। এই দিনে তিনি সাধারণত পরিবারের সঙ্গেই সময় কাটান। তবে এবারের জন্মদিন উপলক্ষে ৪ জুন ২৫০ জন দর্শকের সঙ্গে সিনেমা হলে বসে নিজের প্রথম মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’ উপভোগ করবেন। ‘বাংলা ঢোল’ প্রযোজিত ‘সারাংশে তুমি’র গান বিগত বেশ কয়েকদিন বাংলালিংক’র গ্রাহকরা ডাউনলোড করতে পেরেছেন। যারা সবচেয়ে বেশি ডাউনলোড করে কুমার বিশ্বজিৎ-এর সারাংশে তুমি দেখেছেন তাদের মধ্যে বাছাইকৃত ২৫০ জনকে নিয়ে কুমার বিশ্বজিৎ ও ‘সারাংশে তুমি’র পুরো টিম ৪ জুন রাজধানীর বুসন্ধরা সিনেপ্লেক্সে সন্ধ্যায় ‘সারাংশে তুমি’ পুরো মিউজিক্যাল ফিল্মটি উপভোগ করবেন। এরইমধ্যে এই মিউজিক্যাল ফিল্মটি সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। কুমার বিশ্বজিৎ বলেন, ‘সারাংশে তুমি মিউজিক্যাল ফিল্মটির সেন্সর সার্টিফিকেট লাভের মধ্যদিয়ে সঙ্গীতাঙ্গনে নতুন এক দৃষ্টান্ত স্থাপন হলো। এই মিউজিক্যাল ফিল্ম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আওতাধীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদন করতে পারবো। আমি এর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ ‘সারাংশে তুমি’ মিউজিক্যাল ফিল্মটির সংলাপ রচনা করেছেন মাজহারুল আনোয়ার। এটি নির্মাণ করেছেন মোঃ আশিকুর রহমান। গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, কবির বকুল, ইব্রাহীম ফাতমী, জুলফিকার রাসেল, হেনা ইসলাম, পাঞ্চু ভট্টাচার্য্য। সুর, সঙ্গীতায়োজন এবং কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। তারসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ন্যান্সি ও শুভমিতা। ৪ জুন’র পর থেকে ইউটিউবে, বিভিন্ন সেলফোন কোম্পানী’র সাবস্ক্রাইবে মিউজিক্যাল ফিল্মটি দর্শক দেখতে পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।