প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের চিরসবুজ কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ সময় সুযোগ পেলেই পরিবারকে নিয়ে দেশের বাইরে ঘুরতে ভালোবাসেন। তার কাছে পরিবারের চাহিদাই সবসময় সবকিছুর আগে প্রাধান্য পায়। ফলে স্ত্রী রত্না ও একমাত্র পুত্র নিবিড়কে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান দেশ-বিদেশ। সম্প্রতি তিনি ভারতের আজমীর শরীফে গিয়েছেন সপরিবারে। কুমার বিশ্বজিৎ সেখান থেকে জানান, ‘এই নিয়ে তৃতীয়বারের মতো আমি আজমীর শরীফ এসেছি। পবিত্র এই স্থানে যেতে সবসময়ই আমার ভালোলাগে। মনে শান্তি পাই। সত্যি বলতে কী এখানে না আসলে বুঝা খুব কঠিন যে কেন এখানে আসলে শান্তি লাগে। এ এক অন্যরকম মন পবিত্র করার স্থান। এমন স্থানে বারবার আসতে মন চায়।’ এদিকে কুমার বিশ্বজিৎ ২ জানুয়ারি দেশে ফিরবেন। দেশে ফিরে আগামী ৭ জানুয়ারি ও ১২ জানুয়ারি দুটি ভিন্ন স্টেজ শোতে পারফর্ম করবেন। এদিকে জামাল হোসেনের কথায় মুহিনের সুর সঙ্গীতে এবারই প্রথম কোন গান গাইলেন কুমার বিশ্বজিৎ। জামাল হোসেনের লেখা ‘লালন যদি বলতো আমায় কেমনে লেখে গান’ গানটিতে মুহিনের সুর সঙ্গীতে কুমার বিশ্বজিৎ কন্ঠ দিয়েছেন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘মুহিন বা তার সময়ে যারা সঙ্গীতাঙ্গনে এসেছে তারা সবাইতো আসলে আমাদের সন্তানেরই মতো। সন্তান যখন পিতাকে দিয়ে কোন কাজ আদায় করে নেয় তখন সেটা যে কতো আনন্দের তা বলে বুঝানোর মতো নয়। সেই আনন্দ বা ভালোলাগা শুধু সেই পিতা আর সন্তানই বুঝতে পারে। মুহিনের সুর সঙ্গীতে গান করতে গিয়ে আমার তেমনই আনন্দ হয়েছে। এই তৃপ্তিটা আর অন্য কোনকিছুতে পাওয়া সম্ভব নয়। আর গানটিও জামাল ভাই অসাধারণ লিখেছেন। তার লেখার সঙ্গে গানের সুর সঙ্গীতের অসাধারণ এক সমন্বয় ঘটেছে।’ শিগগিরই এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করে প্রকাশ করা হবে। এদিকে তরুণ মুন্সীর লেখা ও সুরে কুমার বিশ্বজিৎ’র নতুন গান ‘বলতে পারিনি’ এরইমধ্যে ‘বাংলা ঢোল’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এ মিজানের লেখা ও আহমেদ হুমায়ূনের সুর সঙ্গীতে ‘গল্পটা শেষ’ নামের গানটির মিউজিক ভিডিও শিগগিরই নির্মাণ করবেন চন্দন রায় চৌধুরী। এটি সিএমভি থেকে প্রকাশিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।