Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন সোহেল রানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়ক সোহেল রানা। গত ১০ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো এক চিঠিতে তিনি তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে সোহেল রানা বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতিসহ জাতীয় পার্টির সকল পর্যায়ের কমিটি থেকে আমি স্ব ইচ্ছায় পদত্যাগ করেছি। পদত্যাগের কারণ স¤র্পকে তিনি বলেন, তৃণমূলের কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা ও দেশজুড়ে নিবেদিত প্রাণ নেতাদের অবমুল্যায়নসহ পার্টির নানা বিতর্কিত সিদ্ধান্ত আমাকে ব্যথিত করেছে। তিনি বলেন, অনেক হয়েছে আর নয়, সন্মান নিয়ে আছি, থাকতে চাই। তবে এ দলের সাথে আর নয়। উল্লেখ্য, সোহেল রানা ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রজীবনে ছাত্রলীগের তুখোড় নেতা ছিলেন। তিনি ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টিতে যোগ দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোহেল রানা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ