Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবেশ ঝুঁকিপূর্ণ হওয়ায় হাসপাতাল থেকে বাসায় সোহেল রানা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

করোনায় আক্রান্ত হয়ে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা প্রায় ২০ দিন হাসপাতালে ছিলেন। তাকে লাইফসাপোর্টও দেয়া হয়েছিল। শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। তবে তার আরও কিছুদিন হাসপাতালে থাকা দরকার ছিল। তার স্ত্রী জিনাত বেগম জানিয়েছেন, হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সোহেল রানা পুরোপুরি সুস্থ না হওয়ার পরও ডাক্তারদের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি। তার সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাস তার ফুসফুসের ৭২ ভাগ সংক্রমিত করেছে। এ জন্য আগামী ছয় মাস পর্যবেক্ষণে রাখার জন্য বলা হয়েছে। ডাক্তার বলছেন, এই রোগী হাসপাতালে রাখা ঠিক হবে না। তার একদমই ইমিউন সিস্টেম নেই। হাসপাতালের আয়া-ওয়ার্ড বয় থেকে শুরু করে সবার মধ্য বিভিন্ন ব্যাকটেরিয়া রয়েছে। এ পরিবেশ ঝুঁকিপূর্ণ। তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়াই উত্তম। জিনাত বেগম জানান, ডাক্তাররা আরও বলেছেন, তার অক্সিজেন লেবেল ৯১-৯২-৯৩ এর মধ্যে থাকছে। ধীরে ধীরে বাড়ছে। এমন পরিস্থিতিতে হাসপাতালে রাখা হলে করোনায় নয়, অন্য কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। এদিকে সোহেল রানাকে বাসায় নেয়ার পর কৃত্রিম উপায়ে অক্সিজেন দেয়া হচ্ছে। অক্সিজেন দেয়ার মেশিনও নিয়েছেন তারা। এ ধরনের রোগীর জন্য প্রাথমিকভাবে প্রয়োজনীয় সবই নিয়েছেন তারা। ডাক্তাররা নিয়মিত ইনসুলিনে ব্লাড সুগার, পালস ইত্যাদি চেক করার কথা বলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোহেল রানা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ