Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউক্রেনে রাশিয়ার হামলার পরই তেলের দামে রেকর্ড বৃদ্ধি, অগ্নিমূল্য হতে পারে গ্যাসও

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫৪ পিএম

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধলে ইউরোপ তথা বিশ্বের অর্থনীতিতে যে এর বিরাট প্রভাব পড়বে, সে আশঙ্কা আগে থেকেই ছিল। হলও তাই। পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের সিদ্ধান্ত ঘোষণা করতেই রেকর্ড হারে বেড়ে গেল তেলের দাম।

ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য পেরিয়ে গিয়েছে ১০০ ডলার। গত সাত বছরের মধ্যে প্রথমবার ১০০ ডলার পেরল অপরিশোধিত তেলের দাম। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ১০০ ডলার পেরিয়েছিল অপরিশোধিত তেলের মূল্য। এই মুহূর্তে ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে ১০১.৩৪ ডলার। ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে হয়েছে ৯৬.৩২ ডলার। এটিও ২০১৪ সালের পর সর্বোচ্চ।

বলে রাখা ভাল, সউদী আরবের পর রাশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। ইউরোপের অনেক দেশের গ্যাসের উৎসও রাশিয়া। বিশেষজ্ঞদের ধারণা, তেলের দামের ওপর ইউক্রেন-রাশিয়া সংকটের আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। কারণ, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর পুতিনের দেশের উপর ইউরোপের একাধিক দেশ নিষেধাজ্ঞা জারি করতে পারে। সেটা হলে গোটা ইউরোপজুড়ে তেলের তীব্র সংকট তৈরি হতে পারে। আর শুধু তেল নয়, জ্বালানি গ্যাসের দামেও বিরাট প্রভাব ফেলবে এই যুদ্ধ। ইউরোপের অনেক দেশের গ্যাসের উৎসও রাশিয়া। রাশিয়া থেকেই ইউরোপের প্রায় ৩৫ শতাংশ গ্যাস সরবরাহ করা হয়। যার ফলে ইউরোপজুড়ে জ্বালানি গ্যাসেরও সংকট তৈরি হতে পারে।

স্বস্তির খবর হল, ইউরোপের বাজারের এই টালামাটাল পরিস্থিতির প্রভাব সরাসরি বাংলাদেশের বাজারে নাও পড়তে পারে। তবে, পরোক্ষে এই তেল এবং গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বেই। ইতিমধ্যেই রাশিয়ার সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়েছে ভারতের শেয়ার বাজারে। সকালে রেকর্ড পতন হয়েছে সেনসেক্স এবং নিফটিতে। আগামী দিনে ফের গ্যাস এবং তেলের দাম আকাশছোঁয়া হতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্র: টাইমস নাউ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ