Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গোকে এক লাখ ডোজ টিকা সহায়তা তুরস্কের

আফ্রিকার তিনটি দেশে ৪ দিনের সফরে এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আফ্রিকার দেশ কঙ্গোর জনগণের জন্য এক লাখ ডোজ করোনা টিকা সহায়তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। চারদিনের আফ্রিকা সফরের অংশ হিসেবে তিনি রবিবার কঙ্গোয় সফর করেছেন। আফ্রিকার এই দরিদ্র দেশটির জনগণের জন্য আরও ১১ লাখ টিকা সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন এরদোগান। কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদিনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি ডিআরসিতে আসার সময় সঙ্গে করে এক লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে এসেছি। তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ১০ লাখ ডোজ সিনোভ্যাক টিকার পাশাপাশি এক লাখ ডোজ তুর্কোভ্যাক পাঠাবে। তুর্কোভ্যাক তুরস্কের দেশীয় পদ্ধতি তৈরি করোনা টিকা। আফ্রিকার তিনটি দেশ সফরে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। আশা করা হচ্ছে এ সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির পাশাপাশি ওই অঞ্চলে তুরস্কের ব্যবসায়ীদের বিনিয়োগ সম্প্রসারণ হবে। এরদোগানের চার দিনের এ সফরে রয়েছে মধ্য ও পশ্চিম আফ্রিকার তিনটি দেশ কঙ্গো, সেনেগাল এবং গিনি-বিসাউ। খবর আনাদোলু এজেন্সির। এক প্রতিবেদনে ওই এজেন্সি বলেছে- ‘কৌশলগত আফ্রিকা’ নীতি গ্রহণের পর এই মহাদেশের দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক নতুন গতি পেয়েছে। গত এক বছরে তুরস্কের কোম্পানিগুলো আফ্রিকাজুড়ে এক হাজার ১৫০ প্রকল্পে বিনিয়োগ করেছে। যার মোট মূল্য ৭০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফ্রিকাজুড়ে তুরস্কের বিনিয়োগের মূল্য ছয় বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। সফরের সময় এরদোগান ওই সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি সহযোগিতা ও উন্নত সুযোগ সুবিধার বিষয়ে আলোকপাত করা হবে। ২০২১ সালে সাব-সাহারান আফ্রিকা এলাকায় তুরস্কের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ২৪ দশমিক আট শতাংশ বেড়ে ১০ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড স্পর্শ করেছে। একই সময়ে আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে তুরস্কের রফতানি ৩১ শতাংশ বেড়ে সাত দশমিক ৯ মার্কিন ডলার হয়েছে। যেখানে আমদানি ১০ শতাংশ বেড়ে দুই দশমিক ৮ বিলিয়ন হয়েছে। ফরেন ইকোনমিক রিলেশনস বোর্ড (ডিইআইকে) তুরস্ক-ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বিজনেস কাউন্সিলের প্রধান ইউসুফ সেঙ্ক ডাগসুয়ু আনাদোলু এজেন্সিকে বলেছেন, দেশের বাজারে সুবিধাগুলো এতদিন ব্যবহার করা যায়নি তা ‘উইন-উউন’ নীতির মাধ্যমে অগ্রগতি হবে। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছাবে। ডাগসুয়ু বলেন, গত পাঁচ বছরে ডিআর কঙ্গোতে তুর্কি রফতানি প্রায় দ্বিগুণ হয়েছে ময়দা ও ময়দাজাত পণ্য, মাংস ও মাংসজাত পণ্য এবং যন্ত্রপাতি বিক্রি অনেক বেড়েছে। তিনি বলেন, বিশেষ করে খনি ও জ্বালানি খাতে নতুন উন্নয়ন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২২ সালে আমরা রফতানির পরিমাণ ১০০ মিলিয়ন মার্কিন ডলার বাড়ানোর লক্ষ্য স্থির করেছি। আনাদোলু।



 

Show all comments
  • shirajumazumder ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১০:২৩ এএম says : 0
    There are huge numbers of crises blowing in greater AFRICA. Many of them are in death doors. This is place of Bilal(R). Within very short time Thought it how can be assisted them politically . Go With Good wishes .Series of evident there. Hunger is the major problem. Ignore about from all education. So Should be send there more religious leader for giving Islamic education
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ