Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের পিভি রফতানি আয় ৬০% বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

আবহাওয়া পরিবর্তনের প্রভাবে বেড়েছে চীনের ফটোভোলটাইক পণ্য (পিভি) রফতানি। সরকারের দেয়া তথ্য অনুযায়ী, পিভি রফতানি আয় ২০২০ সালের ১ হাজার ৮২৩ কোটি ডলার থেকে বেড়ে ২০২১ সালে দাঁড়িয়েছে ২ হাজার ৮৪০ কোটি ডলার। খবর সিজিটিএন। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীনের শিল্প এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে পিভি রফতানি ২৮ দশমিক ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আগের বছরে আয় হওয়া ১৮ দশমিক ২৩ বিলিয়ন ডলারের তুলনায় যা ৬০ শতাংশ বেশি। মন্ত্রণালয় আরো জানায়, চীনের পিভি শিল্প সরবরাহ ব্যবস্থাও স্থিতিশীল রয়েছে যেখানে পলিসিলিকন, সিলিকন ওয়াফার, সোলার সেল এবং পিভি মডিউল পণ্যগুলোর সরবরাহ যথাক্রমে ২৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ লাখ ৫ হাজার টন, ৪০ দশমিক ৬ শতাংশ বেড়ে ২২৭ গিগাওয়াট (জিডব্লিউ), ৪৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ১৯৮ গিগাওয়াট এবং ৪৬ দশমিক ১ শতাংশ বেড়ে ১৮২ গিগাওয়াটে দাঁড়িয়েছে। চীন হলো বিশ্বের সবচেয়ে বড় সোলার পণ্য উৎপাদক দেশ। ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে, ২০২১ সালে সোলার সক্ষমতার ৫৩ গিগাওয়াট উৎপাদন করেছে দেশটি। বর্তমানে দেশটিতে ১০৮ গিগাওয়াট ছাদে স্থাপিত সোলার রয়েছে, যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি। ২০৬০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য পূরণে চীনের বিশেষ দৃষ্টি রয়েছে নবায়নযোগ্য জ্বালানি খাতে। এ সময় নাগাদ ৮০ ভাগ সোলার ও বায়ুবাহিত জ্বালানি উৎপাদনের লক্ষ্য রয়েছে দেশটির। এজন্য ২০৩০ সাল নাগাদ সোলার ও বায়ুবাহিত জ্বালানি উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ গিগাওয়াটে নেয়ার লক্ষ্য রয়েছে। সিজিটিএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ