নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সান্ত¡নার পুরস্কার বুঝি একেই বলে! শুরুতে কয়েকটি ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়েই। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন দ্রæতই। এর পর থেকে বলতে গেলে ব্যাটে-বলে একাই টেনেছেন ফরচুন বরিশালকে। তবে সাকিব আল হাসানের শেষটা হলো বিষাদে ভরা। গতকাল বিপিএলের অষ্টম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে মাত্র এক রানে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছে দেশসেরা অলরাউন্ডারকে। কুমিল্লার দেয়া ১৫২ রানের জবাবে ১০৫ রানে থামে বরিশাল। তবে ঠিকই নিজের কীর্তির পুরস্কার পেয়েছেন সাকিব। ফাইনালসহ ১১ মাচ খেলে ব্যাট হাতে ২৮৪ রানের পাশাপাশি ১৬ উইকেট নিয়ে অবধারিতভাবে হয়েছেন আসর সেরা খেলোয়াড়।
এবারের আসরসহ আটবারের মধ্যে সর্বোচ্চ পাঁচটি ফাইনাল খেললেন সাকিব। ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজাকে। প্রথম পাঁচ আসরের চারটিতেই ফাইনাল খেলেছিলেন মাশরাফি। দুবার (২০১২ ও ২০১৩) ঢাকা গø্যাডিয়েটর্সের হয়ে। এছাড়া ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ২০১৭ সালে রংপুর রাইডার্সকেও ফাইনালে তুলেছেন মাশরাফি। গতকাল বাদে সাকিবের সব সাফল্য ঢাকার হয়ে। ২০১৩ সালে খেলেছেন গø্যাডিয়েটর্সের হয়ে। পরের তিনবার ডায়নামাইটসের হয়ে। টানা তিনবার (২০১৬, ২০১৭ ও ২০১৯) ফাইনালে তোলার পর এবার নতুন দল বরিশালকে একা হাতেই তুলেছিলেন শিরোপার মঞ্চে। তবু বিপিএল সাফল্যে মাশরাফির পরই থাকছেন সাকিব। চারবার ফাইনালে উঠে চারবারই জিতেছেন মাশরাফি। ওদিকে প্রথম দুবার শিরোপা জেতা সাকিব পরের তিনবারের দুবার হেরেছেন কুমিল্লার কাছে, অপরটি রংপুরের বিপক্ষে।
ব্যাট হাতে দুর্দান্ত এক মৌসুম কাটানো উইল জ্যাকস ছিলেন এবারের বিপিএলে রানের চ‚ড়ায়। ১১ ম্যাচ খেলে ৪টি ফিফটির সহায়তায় ৪১৪ রান করেন এই ইংলিশ ওপেনার। তবে বল হাতে ঠিকই নিজের সেরা সময়ের স্মৃতি ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১১ ম্যাচ খেলে ফাইনালেসহ ১৯ উইকেট নিয়ে কুমিল্লাকে তৃতীয় শিরোপা জেতাতে কাটার মাস্টার রেখেছেন বড় ভ‚মিকা।
আসরের সেরা ৫
ব্যাটসমান দল ইনি. রান সর্বোচ্চ গড় স্ট্রাইক ১০০/৫০
উইল জাকস চট্টগ্রাম ১১ ৪১৪ ৯২* ৪১.৪০ ১৫৫.০৫ ০/৪
আন্দ্রে ফ্লেচার খুলনা ১১ ৪১০ ১০১* ৫৮.৫৭ ১৩৮.৯৮ ১/৩
তামিম ইকবাল ঢাকা ৯ ৪০৭ ১১১* ৫৮.১৪ ১৩২.৫৭ ১/৪
কলিন ইনগ্রাম সিলেট ৯ ৩৩৩ ৯০ ৪১.৬২ ১৩৭.৬০ ০/৩
ফাফ ডু প্লেসি কুমিল্লা ১১ ২৯৫ ১০১ ৩৬.৮৭ ১৩৪.০৯ ১/১
বোলার দল ইনি. উইকেট সেরা গড় ইকো. ৪/৫
মুস্তাফিজুর রহমান কুমিল্লা ১১ ১৯ ৫/২৭ ১৩.৪৭ ৬.৬২ ০/১
ডোয়াইন ব্রাভো বরিশাল ১০ ১৮ ৩/৩০ ১৬.৭২ ৭.৭৮ ০/০
সাকিব আল হাসান বরিশাল ১১ ১৬ ৩/২৩ ১৪.৫৬ ৫.৩৫ ০/০
তানভির ইসলাম কুমিল্লা ১২ ১৬ ২/১৯ ২০.৮১ ৭.৬৫ ০/০
মৃত্যুঞ্জয় চৌধুরী চট্টগ্রাম ৮ ১৫ ৪/১২ ১৪.৯৩ ৯.১৪ ১/০
বিপিএলের টুর্নামেন্ট সেরারা
আসর ক্রিকেটার দল পারফরম্যান্স
২০১২ সাকিব আল হাসান খুলনা রয়্যাল বেঙ্গলস ২৮০ রান ও ১৫ উইকেট
২০১৩ সাকিব আল হাসান ঢাকা গø্যাডিয়েটর্স ৩২৯ রান ও ১৫ উইকেট
২০১৫ আসগর জাইদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২১৫ রান ও ১৭ উইকেট
২০১৬ মাহমুদউল্লাহ রিয়াদ খুলনা টাইটান্স ৩৯৬ রান ও ১০ উইকেট
২০১৭ ক্রিস গেইল রংপুর রাইডার্স ৪৮৫ রান
২০১৯ সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটস ৩০১ রান ও ২৩ উইকেট
২০২০ আন্দ্রে রাসেল রাজশাহী রয়্যালস ২২৫ রান ও ১৪ উইকেট
২০২২ সাকিব আল হাসান ফরচুন বরিশাল ২৮৪ রান ও ১৬ উইকেট
বিপিএল রোল অব অনার
আসর চ্যাম্পিয়ন রানার্সআপ
২০১২ ঢাকা গøাডিয়েটর্স বরিশাল বার্নার্স
২০১৩ ঢাকা গøাডিয়েটর্স চট্টগ্রাম কিংস
২০১৫ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিরশাল বুলস
২০১৬ ঢাকা ডায়নামাইটস রাজশাহী কিংস
২০১৭ রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইটস
২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডায়নামাইটস
২০২০ রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্স
২০২২ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল
সবচেয়ে বেশি ফাইনাল
৫ সাকিব আল হাসান
৪ মাশরাফি বিন মুর্তজা
৩ আন্দ্রে রাসেল
৩ এনামুল হক বিজয়
৩ এভিন লুইস
৩ কাইরন পোলার্ড
৩ রুবেল হোসেন
৩ শহীদ আফ্রিদি
সবচেয়ে বেশি শিরোপা
৪ মাশরাফি বিন মুর্তজা
৩ এনামুল হক বিজয়
২ সাকিব আল হাসান
২ আন্দ্রে রাসেল
২ এভিন লুইস
২ শহীদ আফ্রিদি
২ ইমরুল কায়েস
বেইজিং ২০২২
চলতি শীতকালীন অলিম্পিকে ৮টি স্বর্ণপদক নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে থাকা চীনের হয়ে ৩টি স্বর্ণই এসেছে ফ্রি স্কি কন্যা এইলিন গু’র হাত ধরে। এমনই নজরকাড়া পারফরম্যান্সে এই ইভেন্টের হাফপাইপেও সোনালী আভায় নিজেকে মুড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা স্বাগতিক এই স্কিয়ার। গতপরশু বেইজিংয়ে -টুইটার
পদক তালিকার শীর্ষ ১০
দেশ স্বর্ণ রৌপ্য তা¤্র মোট
নরওয়ে ১৫ ৮ ১১ ৩৪
জার্মানি ১০ ৭ ৫ ২২
যুক্তরাষ্ট্র ৮ ৮ ৫ ২১
চীন ৮ ৪ ২ ১৪
নেদারল্যান্ডস ৭ ৫ ৪ ১৬
সুইডেন ৭ ৫ ৪ ১৬
সুইজারল্যান্ড ৭ ২ ৫ ১৪
অস্ট্রিয়া ৬ ৭ ৪ ১৭
আরওসি* ৫ ৯ ১৩ ২৭
ফ্রান্স ৫ ৭ ২ ১৪
*রাশিয়ান অলিম্পিক কমিটি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।