নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমূলক ‘বিশেষ ক্যাম্প’ করতে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আছে সংযুক্ত আরব আমিরাতে। যেখানে আমিরাত জাতীয় দলের সঙ্গে দুটি টি-টোয়েন্টি মাচও খেলবে টাইগার শিবির। দলের সঙ্গে না গিয়ে অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে! তবে তার এই সিন্ধান্ত কি বুমেরাং হয়ে ধরা দিল! সিপিএলে জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে আগের ম্যাচে বোলিংয়ে ১টি উইকেট পেয়েছিলেন সাকিব। কিন্তু ব্যাট হাতে রান করতে পারেননি। প্রথম বলেই আউট হয়ে ‘গোল্ডেন ডাক’ মারেন। গতকাল সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে বোলিং আরও ভালো করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৩৩ রানে ২ উইকেট নিয়ে দলে সবচেয়ে সফল বোলার এ অলরাউন্ডার। কিন্তু ব্যাটিংয়ে আগের ম্যাচের ছবিটা পাল্টাতে পারেননি, সেই ‘গোল্ডেন ডাক’ই! তবে সাকিবের সন্তুষ্টি হলো, এই দুই ম্যাচেই জিতেছে তার গায়ানা আমাজন ওয়ারিয়র্স। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৪ রান তোলে সেন্ট লুসিয়া। ৫৯ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সেন্ট লুসিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাড়া করতে নেমে রহমানউল্লাহ গুরবাজের ২৬ বলে ৫২, শাই হোপের ৩০ বলে ৫৯* এবং শিমরনের হেটমায়ারের ২৮ বলে ৩৬ রানে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় গায়ানা।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে আগেই ছুটি নিয়েছিলেন সাকিব। তাঁকে ছাড়াই নুরুল হাসান সোহানের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। প্রোটিয়া স্পিনার তাব্রাইজ শামসির বদলি হিসেবে গায়ানায় যোগ দিয়ে আগের দিনই প্রথম মাঠে নেমেছিলেন সাকিব। জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে জয়ের ম্যাচে যেমন চারে ব্যাট করেছেন, গতকালও তাই। গুরবাজ নবম ওভারে আউট হওয়ার ব্যাটিংয়ে নামেন। অফ স্পিনার মার্ক ডেয়ালের আর্মার ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন সাকিব। টানা দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মারায় ব্যাটিং নিয়ে সাকিবের কপালে নিশ্চয়ই চিন্তার ভাঁজই পড়বে! সেন্ট লুসিয়ার ইনিংসে সাকিব বোলিংয়ে এসেছেন পঞ্চম ওভারে। এক ছক্কা ও চারে ১১ রান দিয়ে শুরু করলেও নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৭ রান দেন। ইনিংসের ১৫ ও ১৭তম ওভারে গিয়ে পেয়েছেন উইকেটের দেখা। ১৫তম ওভারে অ্যাডাম হোজকে তুলে নেওয়ার পাশাপাশি দিয়েছেন মাত্র ১ রান। পরের ওভারে ১৪ রান দিলেও তুলে নেন ডেভিড ভিসেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।