Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে আবিষ্কৃত হলো ৮৫০০ বছরের পুরানো বাড়ি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম স্থাপনা আবিষ্কার করেছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। এগুলোর বয়স কমপক্ষে ৮ হাজার ৫০০ বছর। এতদিন যেই ভবনগুলোকে দেশটির সবথেকে প্রাচীন স্থাপনা মনে করা হতো সেগুলোর থেকেও ৫০০ বছর বেশি পুরানো নতুন আবিষ্কার হওয়া ভবনগুলো। এ খবর দিয়েছে সিএনএন।

এই আবিষ্কার নিয়ে বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আবু ধাবির সংস্কৃতি ও পর্যটন দপ্তর। এই অনুসন্ধানটি পরিচালিত হয়েছে ওই দপ্তরের অধীনেই। জানানো হয়েছে, আবু ধাবি শহরের পশ্চিমে থাকা ঘাঘা দ্বীপে এই ভবনগুলো খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। মাটি খুঁড়ে বের করা স্থাপনাগুলোতে রয়েছে শুধুমাত্র কয়েকটি কক্ষ। পাথর দিয়ে এর দেয়ালগুলো তৈরি করা হয়েছে।

এর উচ্চতা ছিল ৩.৩ ফুট। গবেষকরা মনে করছেন, একটি ছোট সম্প্রদায়ের মানুষরা এখানে এই ভবনগুলো তৈরি করেছিল। সেখান থেকে আরও শত শত প্রাচীন শিল্পকর্ম উদ্ধার করা হয়েছে। এরমধ্যে আছে পাথর দিয়ে তৈরি একটি তীরের মাথা, যা শিকারের কাজে ব্যবহৃত হতো। সূত্র : সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ