বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামি ইয়াসিন আরাফাতকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বুধবার রাত ৮টার দিকে বেজপাড়া চোপদারপাড়া এলাকার ব্রাদার্স ক্লাবে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ওই এলাকার মাওলানা মনিরুজ্জামান মনিরের ছেলে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) তাসকিন আলম।
নিহতের শ্বশুর মানোয়ার ওরফে মানু অভিযোগ করে বলেন, চোপদারপাড়া এলাকার ব্রাদার্স ক্লাবে বসে ইয়াসিন খেলা করছিল। এসময় রাত পৌনে ৮টার দিকে পূর্বশত্রুতার কারণে একই এলাকার স্বর্ণকার বাবু ও রুবেল তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে আনলে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্লাবে বসে খেলা করার সময় কয়েকজন সন্ত্রাসী এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন বাবু জানান, হাসপাতালে আনার পরই ইয়াসিনের মৃত্যু হয়েছে। প্রচণ্ড রক্তক্ষরণে তিনি মারা গেছেন।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) তাসকিন আলম জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াসিন মারা গেছেন। তার নামে কোতয়ালি থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ এক ডজন মামলা রয়েছে বলে জেনেছি। তার মামলার পরিমাণ খুঁজে দেখা হচ্ছে। একইসঙ্গে ইয়াসিন হত্যার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।