Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৯ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় সিয়াম সরকার (২০) নামে এক কলেজ ছাত্র প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও কেয়রা পাড়া সরকার বাড়িতে। টঙ্গী গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার আকরাম সরকারের একমাত্র ছেলে সিয়াম। সে গাজীপুরের ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র । পরিবার ও থানা সূত্রে জানাযায়, সিয়াম প্রেমে ব্যর্থ হয়ে দুপুরে নিজের ঘরে সবার অগোচরে দরজা লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে । সে অন্যান্য দিনের মতো বাড়িতে নাস্তা খেয়ে নিজ ঘরে শুয়ে থাকে। সিয়াম প্রতিদিনই জোহরের নামাজের আজান দিলে গোসল করে মসজিদে নামাজ পড়তে যায় কিন্তু সে আজান হওয়ার পরও আজ ঘর থেকে বের হচ্ছেনা বিধায় সিয়ামকে পরিবারের লোকজন ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজার ধাক্কা দিলে ভেতর থেকে দরজা আটকানো থাকে। এ অবস্থায় ছোট বোন সুমাইয়া আক্তার অন্য রুমের উপর দিয়ে দেখতে পায় সিয়াম আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। এ দৃশ্য দেখে চিৎকার করতে থাকলে বাড়ির আশেপাশের লোকজন এসে গলায় ফাঁস লাগানো ওড়না কেটে মাটিতে নামলে তার মৃত্যু হয়। উপস্থিত লোকজন ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান সরকারকে জানালে তিনি থানা পুলিশকে অবহিত করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনার স্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোন অভিযোগ না থাকায় লাশটি উদ্ধার করে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ