শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
তাহ্মীদুল ইসলাম
(বর্তমান, অতীত ও ভবিষ্যতের কবিদের উদ্দেশ্যে নিবেদিত পঙ্ক্তিমালা)
ক] হৃদয়ে আমার সাত সমুদ্রের উথাল পাথাল, ঢেউ,
হৃদয়ে আমার কবিতার আনন্দ-মেলা,
বুকের ভেতর মহাবিশ্ব নীড়ের মতন দোলে,
জীবন জীবন কবিতা আমার বসন্ত বাহার,
প্রেমের গোলাপ তুমি আমার, অনন্ত বাগান।
খ] কৃষ্ণকেশী ধবলসতী
নক্ষত্রের মালা পরাও গভীর চুম্বনে,
সুখ-দুঃখের ময়না টিয়া আলোর অরণ্যে,
মহাকালের সোনার খাটে তোমার ধ্যানে থাকি
কাছে আসো আরো কাছে চাঁদ সূর্যের উঁকি,
রূপ-অরূপের গাংচিলেরা জোছনা রাতে হাসে।
গ] একদিন তো সবুজ পাখি উড়াল দেবে অসীম আকাশে,
ভাঙা খাঁচায় শিশির বিন্দু জ্বলবে বাতাসে।
অমরাবতী ও কবিতা তুই তো আমার
রসের ধারা লক্ষ বছর ধরে।
ঘ] রুহের ভেতর লাল পদ্মের সূর্য স্নানের সুখ
হৃদয়ে আমার সাত সাগরের
উথাল পাথাল ঢেউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।