Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনে ৪১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

একদিনে করোনায় মৃত্যু বেড়েছে। তবে কমেছে নতুন রোগী ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৬৪ জন, আর এ সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর একদিন আগে ৩৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এছাড়া ৮ হাজার ১৬ জন নতুন শনাক্ত ও শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৩ শতাংশ বলে জানিয়েছিল অফিদফতর। এর আগে গত ১৯ সেপ্টেম্বর এর চেয়ে বেশি মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর। সেদিন মৃত্যুর সংখ্যা ছিল ৪৩।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ৭৪৪ জন। আর নতুন শনাক্ত হওয়া ৭ হাজার ২৬৪ জনকে নিয়ে এ পর্যন্ত দেশে সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৬ জন সুস্থ হয়েছেন। তাদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন। করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪২ হাজার ৫৭৮টি, আর পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৮৬৭টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৩২৭টি, আর বেসরকারিভাবে ৪১ লাখ ৯৭ হাজার ৬৮২টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮১ শতাংশ, আর মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২৭ জন, আর নারী ১৪ জন। তাদের নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৩৫৫ জন, আর নারী ১০ হাজার ৩৮৯ জন। ৪১ জনের মধ্যে বয়স বিবেচনায় সর্বোচ্চ মানুষের মৃত্যু হয়েছে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১৬ জন। ৪১ থেকে ৫০ আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মারা গেছেন ৬ জন করে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন, আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে মারা গেছেন ১ জন।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ২২ জন। বাকিদের মধ্যে চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৫ জন, খুলনা ও রংপুর বিভাগে ৩ জন করে, আর সিলেট বিভাগে মারা গেছেন ২ জন। মারা যাওয়া ৪১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৩৬ জন, আর বেসরকারি হাসপাতালে ৫ মারা গেছেন জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ