মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দলের অভিযোগ, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলঙ্গানা রাজ্য গঠন নিয়ে রাজ্যসভায় অবমাননাকর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি প্রেসিডেন্টের ভাষণে ধন্যবাদ প্রস্তাবের উপর রাজ্যসভায় বক্তব্য রাখার সময় মোদি দাবি করেছিলেন, ২০১৪ সালের জুন মাসে কোনও আলোচনা ছাড়াই কেবলমাত্র সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে ‘অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল’ পাশ করিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার।’
তিনি আরও বলেন, ‘ওই বিল লোকসভায় পেশ করার সময় সভার দরজা বন্ধ করে দেওয়া হয়। সংসদ সদস্যদের মাইক্রোফোনের সংযোগ ছিন্ন করা হয়। কংগ্রেসের কয়েকজন সংসদ সদস্যকে পেপার স্প্রে ব্যবহার করতে দেখা গিয়েছিল।’
সংসদে মোদির ওই মন্তব্যের পরেই তেলঙ্গানায় শাসকদল টিআরএস এবং বিরোধী কংগ্রেস প্রতিবাদে সরব হয়। গতকাল বৃহস্পতিবার টিআরএস সংসদীয় দলের নেতা কে কেশব রাও বলেন, ‘প্রধানমন্ত্রীর মন্তব্যে সংসদীয় রীতি এবং তেলঙ্গানার প্রতি অবমাননা স্পষ্ট। তাই আমরা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছি।’ প্রসঙ্গত, চলতি মাসেই টিআরএস প্রধান চন্দ্রশেখর কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে বলেছিলেন, ‘বিজেপি’কে এবার বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার সময় এসেছে।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ডেকান হেরাল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।