Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জরুরি ভিত্তিতে ১৬ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন : হু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

কোভিড-১৯ জয়ের পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থের ন্যায্য অংশ পরিশোধ করতে ধনী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও, হু)। সংস্থাটি বলছে, এর জন্য জরুরি ভিত্তিতে ১৬ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। বার্তা সংস্থা এএফপির বরাতে ইউরো নিউজ এ খবর জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে যাতে অ্যাকসেস টু কোভিড টুলস অ্যাক্সিলারেটর (এসিটি-এ) কোভিড-১৯ নির্ম‚ল করতে পারে এর জন্য নগদ অর্থায়ন প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন এসিটি-এ’র লক্ষ্য হলো—কোভিড মহামারি মোকাবিলায় সরঞ্জাম তৈরি, উৎপাদন, সংগ্রহ ও বিতরণ করা, যেমন—ভ্যাকসিন, টেস্ট, চিকিৎসা এবং ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম। এসিটি-এ কোভ্যাক্স সুবিধার সুযোগ তৈরি করেছে, যাতে দরিদ্র দেশগুলোতে পুরোপুরি ভ্যাকসিন সুবিধা নিশ্চিত করা যায়। কোভ্যাক্স জানুয়ারির মাঝামাঝি সময়ে তাদের কোটিতম টিকার ডোজ সরবরাহ করেছে। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসিটি-এ’র কর্মসূচির জন্য ২৩ দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন ছিল। কিন্তু, এখন পর্যন্ত মাত্র ৮০০ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে। অর্থায়নের এ ব্যবধান নিরসনে ডবিøউএইচও ধনী দেশগুলোর কাছে জরুরি ১৬ বিলিয়ন মার্কিন ডলার সরবরাহের আহŸান জানিয়েছে। বাকি অর্থ মধ্যম আয়ের দেশগুলোর নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে। ইউরো নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হু

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ