Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সরকার কৃষকদের উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে - হুইপ আতিক

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২২ পিএম

জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক বলছেন, সরকার কৃষকদের উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে আসছে। পশুপাখী পালনের মাধ্যমে অনেক বেকার যুবক-যুবতী আত্মকর্মী হিসেবে গড়ে উঠেছে। এজন্য সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা টাকায় প্রশিক্ষণ প্রদান করে সহজ শর্তে ঋণ দিচ্ছে।
হুইপ আতিউর রহমান আতিক শেরপুর সদর উপজেলা পরিষদ সপ্তাহব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শেরপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ