Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজাব পরলে বসা যাবে না পরীক্ষায়, মুসলিম ছাত্রীদের হুঁশিয়ারি কর্ণাটকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ৮:২২ পিএম

সম্প্রতি হিজাব বিতর্কে উত্তাল হয়েছিল কর্ণাটক। শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতর হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। পালটা বিক্ষোভ দেখিয়েছিলেন মুসলিম শিক্ষার্থীদের একাংশ। বিতর্কের পানি গড়িয়েছিল ভারতের শীর্ষ আদালত পর্যন্ত। রাজ্য সরকার তাদের মত থেকে পিছু হটেনি এখনও। তবু অনেক মুসলিম ছাত্রী এখনও এই পোশাক ব্যবহার করেন।

কিন্তু এ ইস্যুতেই এবার আরও কড়া অবস্থান নিল সে রাজ্য। কোনও ছাত্রী হিজাব পরে এলে, তাকে পরীক্ষায় বসতে না দেয়ার নিয়ম জারি করেছে কর্ণাটকের শিক্ষা বিভাগ। সে রাজ্যের শিক্ষামন্ত্রী বি সি নাগেশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষায় হিজাব পরে বসা যাবে না। কিছুদিনের মধ্যেই কর্ণাটকের স্কুলগুলিতে দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হবে। সেখানে হিজাব পরে ঢোকার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন বেশ কিছু ছাত্রী। তাদের দাবি ছিল, হিজাব পরে পরীক্ষা না দিতে দিলে, আরও একটা শিক্ষাবর্ষ নষ্ট হবে তাদের। কিন্তু সেই আবেদন কার্যত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

এরই মাঝে হিজাব প্রসঙ্গে নিজের মতামত জানিয়ে দিলেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী। ছাত্রীদের উদ্দেশে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হিজাব পরে পরীক্ষা দেয়া যাবে না। রাজ্যের সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকেই এই নিয়ম মানতে হবে। এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ঠিক গত বছরের মতোই স্কুল ইউনিফর্ম পরে ছাত্রীদের পরীক্ষা দিতে যেতে হবে। না হলে তাদের পরীক্ষায় বসতেই দেয়া হবে না।

অন্যদিকে তার স্পষ্ট দাবি, হিজাব নিষিদ্ধ হওয়ার পর থেকেই উল্লেখযোগ্য হারে বেড়েছে মুসলিম ছাত্রীদের সংখ্যা। যদিও সে সংক্রান্ত কোনও তথ্য পরিসংখ্যান জানাননি তিনি। তার মতে, হিজাব নিয়ে সমস্যা শুরু হওয়ার পর থেকেই মুসলিম ছাত্রীরা পরীক্ষায় বসার জন্য আবেদন করতে শুরু করেছে। যা বিগত বছরগুলির তুলনায় অনেকটাই বেশি। আর এ দাবি তুলেই রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পক্ষে উদ্ভট যুক্তি দেখালেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী। সূত্র: এনডিটিভি।



 

Show all comments
  • GOLAM RABBI ৫ মার্চ, ২০২৩, ৯:০৫ পিএম says : 0
    দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষের কাছে আমার পক্ষ থেকে একটা বিষয় জানাতে চাই যাতে মুসলিম জাতি আপনাদেরকে স্মরণ রাখবে তাহলো যে বিষয়টা সবার চোখের আড়াল হয়ে আছে তা হল আমাদের বাংলাদেশে !!! শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস- আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি জায়গায় আমাদেরকে পাঞ্জাবি, পায়জামা,টুপি পরতে নিষেধ করা হয় । আশা করি আপনারা এই দুর্বল অদম ভাইয়ের আকুল আবেদন প্রচার এবং মামলা দায়ের করবেন যাতে আমরা স্বাধীন ভাবে পাঞ্জাবি, পায়জামা,টুপি পরতে পারি । আল্লাহ্‌ আপনাদেরকে উত্তম প্রতিদান দিক আমিন ।
    Total Reply(0) Reply
  • GOLAM RABBI ৫ মার্চ, ২০২৩, ৯:০৫ পিএম says : 0
    দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষের কাছে আমার পক্ষ থেকে একটা বিষয় জানাতে চাই যাতে মুসলিম জাতি আপনাদেরকে স্মরণ রাখবে তাহলো যে বিষয়টা সবার চোখের আড়াল হয়ে আছে তা হল আমাদের বাংলাদেশে !!! শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস- আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি জায়গায় আমাদেরকে পাঞ্জাবি, পায়জামা,টুপি পরতে নিষেধ করা হয় । আশা করি আপনারা এই দুর্বল অদম ভাইয়ের আকুল আবেদন প্রচার এবং মামলা দায়ের করবেন যাতে আমরা স্বাধীন ভাবে পাঞ্জাবি, পায়জামা,টুপি পরতে পারি । আল্লাহ্‌ আপনাদেরকে উত্তম প্রতিদান দিক আমিন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ